viral video

শিকার গিলে ঘাপটি মেরে পুকুরের পাশে পড়েছিল অজগর, ধরা পড়তেই উগরে দিল খাবার, রইল ঘা ঘিনঘিনে ভিডিয়ো

পুকুরের ধারে একটি অজগর বিশ্রাম নিচ্ছিল। শিকার উদরস্থ করে পেটের দিক ফুলে জয়ঢাকের মতো হয়ে গিয়েছিল সেটির। উদ্ধারকারী দল এই অজগরটিকে ধরে ফেলে। ধরা পড়ার পর, অজগরটি তার পেট থেকে শিকারটি বমি করে উগরে দেয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৪:৫০
a python swallowed a duck and throws up

ছবি: সংগৃহীত।

শিকার গিলে ফেলে পেট ফুলে ঢোল। কলেজ ক্যাম্পাসের একটি পুকুরে গা ডুবিয়ে সেই খাবার হজমের চেষ্টা করছিল অজগর। খবর পেয়ে সেটিকে উদ্ধার করতে আসে বন্যপ্রাণ সংরক্ষণকারী দলের সদস্যরা। সেটিকে পুকুর থেকে তুলে আনার চেষ্টা করতেই শিকারটি উগরে দিল সরীসৃপটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনুর ক্যাম্পাসের মধ্যে।

Advertisement

বর্ষাকালে প্রায়ই অজগরদের বাসা থেকে বেরিয়ে আসতে দেখা যায়। জঙ্গলে তো বটেই, জনবসতি এলাকায় বা উন্মুক্ত স্থানেও তাদের উপস্থিতি লক্ষ করা যায়। সমাজমাধ্যমে প্রায়শই অজগর উদ্ধারের ভিডিয়ো ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই রকমই এই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লির ইগনুর কাছে একটি পুকুরে একটি বড়সড় অজগরের দেখা মিলেছে। পুকুরের ধারে অজগরটি বিশ্রাম নিচ্ছিল। পেটের দিক ফুলে জয়ঢাকের মতো হয়ে রয়েছে। উদ্ধারকারী দল এই অজগরটিকে ধরে ফেলে। ধরা পড়ার পর, অজগরটি তার পেট থেকে শিকারটি বমি করে উগরে দেয়। ভিডিয়োয় দেখা গিয়েছে অজগরটি একটি বড় হাঁস গিলে বসেছিল।

উদ্ধারকারী দলের এক সদস্যের বক্তব্য অনুযায়ী অজগর ধরা পড়লে বা কোনও ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়লে এই ধরনের কাণ্ড ঘটায়। তখন তারা তাদের গিলে ফেলা শিকারটিকে উগরে ফেলে দেয়। যাতে তারা হালকা বোধ করে এবং দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। ক্যাম্পাসের লোকেরা উদ্ধারকারী দলকে জানিয়েছে যে এই অজগরটি দীর্ঘ দিন ধরে এখানে রয়েছে। এর আগেও অনেক হাঁস গিলে ফেলেছে এটি। ‘নেচারমোগলি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন। বহু লাইক ও কমেন্ট জমা পড়েছে তাতে।

Advertisement
আরও পড়ুন