viral video

বন্দে ভারতের সামনে ‘মরণঝাঁপ’! গতির লড়াইয়ে দ্রুততম ট্রেনকে হারিয়ে ‘সুপারডগ’ আখ্যা পেল সারমেয়

ভিডিয়োয় দেখা গিয়েছে দু’টি কুকুর প্ল্যাটফর্মে দৌড়ে এগিয়ে যাচ্ছে। দূরে বন্দে ভারত ট্রেনটিকে আসতে দেখা যাচ্ছে। একটি কুকুর প্ল্যাটফর্ম থেকে বেশ দূরেই চলে গিয়েছিল। বন্দে ভারত স্টেশনের মাঝামাঝি পৌঁছোতে হঠাৎই ঠিক তার সামনে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১২:০৭
dog jumps in front of Vande Bharat

ছবি: সংগৃহীত।

প্রবল গতিতে ছুটে আসছে বন্দে ভারত। ট্রেনটি যে কোনও প্ল্যাটফর্মে ঢুকলেই এর গতির দাপট থেকে বাঁচতে দূরে সরে যান যাত্রীরা। অথচ বন্দে ভারতের গতির সামনে প্রাণ বাজি রেখে লাইন টপকানোর ‘স্টান্ট’ দেখাল এক সারমেয়। সেই ভিডিয়োই সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। কুকুরের কীর্তির সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে দু’টি কুকুর প্ল্যাটফর্মে দৌড়ে এগিয়ে যাচ্ছে। দূরে বন্দে ভারত ট্রেনটিকে আসতে দেখা যাচ্ছে। একটি কুকুর প্ল্যাটফর্ম থেকে বেশ দূরেই চলে গিয়েছিল। বন্দে ভারত স্টেশনের মাঝামাঝি পৌঁছোতে হঠাৎই ঠিক তার সামনে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। তিরের গতিতে লাইন পেরিয়ে যায়। দ্রুত সে বন্দে ভারতের সামনে দিয়ে চলে যায়। এতটুকু আঁচড় পর্যন্ত লাগেনি কুকুরটির গায়ে। ঠিক তখনই উল্টো দিক থেকে আরও একটি দ্রুত গতির ট্রেন এসে যায়। দুটি ট্রেনের মাঝপথে পড়ে শেষ পর্যন্ত কুকুরটির কী হল তা জানা যায়নি।

ভিডিয়োটি ‘রেল আপডেট’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক কোটি বার দেখা হয়েছে। ৫ লক্ষ ২৯ হাজার লাইক এবং ৩০ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে। বন্দে ভারতের গতির সামনে কুকুরের গতি নেটাগরিকদের অবাক করে দিয়েছে। নেটাগরিকদের একাংশ কুকুরটিকে ‘সুপারডগ’ বলেও আখ্যা দিয়েছেন। অনেকে আবার কুকুরটির প্রাণে বাঁচার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন