viral video

ছুঁচলো শিং উঁচিয়ে তেড়ে এল বিশাল ষাঁড়, অদ্ভুত কৌশলে আক্রমণ ঠেকালেন তরুণ! ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

বেড়া দিয়ে ঘেরা একটি বড় ময়দানে এক তরুণ দাঁড়িয় রয়েছেন। তাঁক লক্ষ্য করে ধেয়ে আসছে উত্তেজিত ষাঁড়। মাথায় ছুঁচলো বিশাল শিং। ক্রুদ্ধ শিবের বাহনকে ধেয়ে আসতে দেখে প্রাণ বাঁচানোর জন্য অদ্ভুত এক কাণ্ড করে বসেন তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৭:৫৯
man took a quick trick to save from bull attack

ছবি: সংগৃহীত।

খেপা ষাঁড়ের সামনে পড়ে গেলে তার আক্রমণের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব হয়ে যায়। ভাগ্য ভাল থাকলে কখনও কখনও রেহাই মেলে। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বিশাল ষাঁড় তেড়ে আসতেই বিশেষ এক কৌশল প্রয়োগ করে প্রাণে বাঁচলেন এক তরুণ। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বেড়া দিয়ে ঘেরা একটি বড় ময়দানে এক তরুণ দাঁড়িয়ে রয়েছেন। তাঁকে লক্ষ্য করে ধেয়ে আসছে উত্তেজিত ষাঁড়। মাথায় ছুঁচলো বিশাল শিং। ক্রুদ্ধ শিবের বাহনকে ধেয়ে আসতে দেখে প্রাণ বাঁচানোর জন্য অদ্ভুত এক কাণ্ড করে বসেন তরুণ। ষাঁড়টি তাঁকে ধরাশায়ী করার আগেই মাটিতে টানটান হয়ে শুয়ে পড়েন যুবক। তরুণের আচমকা আচরণে খানিকটা থতমত খেয়ে যায় ষাঁড়টি। আক্রমণ করার মুহূর্তে থমকে দাঁড়িয়ে পড়ে। কাছে এসে তরুণের শরীরটি শুঁকতে থাকে। কিছু ক্ষণ থেমে, তার পর কোনও ক্ষতি না করেই এগিয়ে যায়। যুবক যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, তখন ষাঁড়টি আবার ফিরে আসে। তাই দেখে তরুণ আবার শুয়ে পড়েন। ষাঁড়টি কিছুটা এগিয়ে এসে থেমে যায়, তাকায় এবং তার পর এগিয়ে যায়। কাছাকাছি দাঁড়িয়ে থাকা জনতা তাঁদের মোবাইল ফোনে দৃশ্যটি রেকর্ড করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

এক্স হ্যান্ডলে জন্নত নিসার খান নামের এক সাংবাদিক তাঁর অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিয়োটি প্রচুর মানুষ দেখেছেন। ভিডিয়োটি এখন পর্যন্ত ৮ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। এই ভিডিয়োটি দেখে বহু নেটাগরিকই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ষাঁড় তার চোখের নীচের বস্তু দেখতে পায় না, তাই শুয়ে থাকলে আক্রমণ করবে না।’’ দ্বিতীয় জন মজা করে লিখেছেন, ‘‘যদি কখনও ষাঁড়ের দেখা পান তা হলে মৃতের অভিনয় করে জীবন বাঁচান।’’

Advertisement
আরও পড়ুন