viral video

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর বাংলাদেশি সংস্করণ! যাত্রীভর্তি রিকশা প্রবল গতিতে পড়ল ডোবায়, ভিডিয়ো দেখে হাসির রোল

যাত্রী ভর্তি দুটি ই-রিকশা খুব দ্রুত গতিতে ছুটে চলেছে। রাস্তা ফাঁকা থাকায় ই-রিকশার গতি বেশ খানিকটা বেশিই ছিল। দুটি রিকশাই মোড় ঘুরতেই একটি আর একটিকে টপকে এগিয়ে যেতে চায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১২:৪৫
rickshaw accident in Bangladesh

ছবি: সংগৃহীত।

রিকশা ভর্তি যাত্রী নিয়ে প্রবল গতিতে চলছিল দুটি ই-রিকশা। রেষারেষি করতে গিয়েই ঘটল বিপত্তি। মোড় ঘুরতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা। অন্য রিকশাকে টপকাতে গিয়ে যাত্রীসমেত রিকশাটি উলটে পড়ল রাস্তার পাশের ডোবাতে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে হাসির তুফান উঠেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োয় লেখা ছিল দুর্ঘটনার স্থান বাংলাদেশের নওগাঁ। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে যে যাত্রী ভর্তি দুটি ই-রিকশা খুব দ্রুত গতিতে ছুটে চলেছে। রাস্তা ফাঁকা থাকায় ই-রিকশার গতি বেশ খানিকটা বেশিই ছিল। দুটি রিকশাই মোড় ঘুরতেই একটি আর একটিকে টপকে এগিয়ে যেতে চায়। সে কারণে এগিয়ে আসা রিকশার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এটি উল্টে যায়। পাশেই ছিল একটি ছোট ডোবা। সেখানেই প্রবল গতিতে নেমে যায় রিকশাটি। যাত্রীরা হুড়মুড়িয়ে পড়ে যান সেখানে। জল না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ভিডিয়োটি পোস্ট করার সময় লেখা হয়েছিল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ বাংলাদেশের সংস্করণ। ভিডিয়োটি ৩ মার্চ পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে।

‘ক্রিয়াটেলি মিডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়ো পোস্ট করার পর এখন পর্যন্ত এই ভিডিয়োটি ৪ লক্ষ ৪৮ হাজার বার দেখা হয়েছে। প্রায় সাড়ে সাত হাজার লাইক জমা পড়েছে ভিডিয়োয়। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন তিনি বার বার এই ভিডিয়ো দেখছেন ও হাসি থামাতে পারছেন না। কেউ কেউ এটিকে ‘জিটিএ-ফাইভ বাংলাদেশ’ বলে উল্লখ করেছেন।

Advertisement
আরও পড়ুন