viral video

বহুতলের আড়াল থেকে বেরিয়ে এল টর্পেডোর মতো বিশাল আকাশযান! ‘ভিন্‌গ্রহী’দের যান নিয়ে শোরগোল

ঙ্গলবার সকালে সান ফ্রান্সিসকোর মাঝ-আকাশে দৃশ্যমান হল অদ্ভুত গড়নের আকাশযান। পেটমোটা আকাশযানটি আদতে কী হতে পারে তা নিয়ে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৪:৪৩
white airship in San Francisco

ছবি: সংগৃহীত।

ঝকঝকে নীল আকাশে ভেসে বেড়াচ্ছে অতিকায় সাদা এক বিমান। দেখতে ঠিক যেন টর্পেডো বা ক্ষেপণাস্ত্র। আকারে বিশাল এই সাদা রঙের বিমানটিকে ভেসে বেড়াতে দেখে চক্ষুস্থির হয়ে যায় দর্শকের। মঙ্গলবার সকালে সান ফ্রান্সিসকোর মাঝ-আকাশে দৃশ্যমান হল অদ্ভুত গড়নের এই আকাশযানটি। তারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, সমাজমাধ্যমে ঝড় তোলা অদ্ভুত যানটি ওকল্যান্ডের উপসাগর এবং আলামেডার পশ্চিম প্রান্তে দেখা দিয়েছে। ভিডিয়োটি দেখে নানা জল্পনা শুরু হয়েছে নেটামাধ্যমে। পেটমোটা আকাশযানটি আদতে কী হতে পারে তা নিয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন নেটাগরিকেরা। বিষয়স্রষ্টা সিজ়ার সালজা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটি পোস্ট করার সময় তিনি লিখেছেন, ‘‘সান ফ্রান্সিসকোর আকাশে আজ এটা কী?’’ ভিডিয়োয় দেখা গিয়েছে উড়োজাহাজটি ধীরে ধীরে একটি বহুতল ভবনের পেছন থেকে বেরিয়ে আসছে। সেটি চারপাশে ভেসে বেড়াচ্ছে।

কৌতূহলের উদ্রেক করা এই বিমানটি ‘পাথফাইন্ডার ১’ নামে পরিচিত একটি বিশেষ ধরনের বিমান। এই বিমানটি ‘লাইটার দ্যান এয়ার’ নামের একটি প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে। এর আকার প্রায় তিনটি বোয়িং ৭৩৭ বিমানের সমান। প্রায় ৫০ জন যাত্রী বহনে সক্ষম এই বিমানটি। ভবিষ্যতে এটি পাঁচ টন পর্যন্ত পণ্য বহন করতে পারবে। সান ফ্রান্সিসকো থেকে শিকাগো পর্যন্ত ওড়ার কথা এই বিমানটির। এলটিএ রিসার্চের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ‘পাথফাইন্ডার ১’ মে মাসে প্রথম বারের জন্য আকাশে ডানা মেলেছিল।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। বিমানের আকার দেখে তাঁরা অনেকেই এটিকে ভিন্‌গ্রহের যান বলে সন্দেহ করেছিলেন। আবার কেউ কেউ এটিকে যুদ্ধাস্ত্র বলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

Advertisement
আরও পড়ুন