viral video

কারখানায় বস্তার আড়ালে লুকিয়ে ছিল সাক্ষাৎ যম! খালি হাতে বিশাল গোখরোকে বস্তাবন্দি করলেন ছত্তীসগঢ়ের ‘স্নেকগার্ল’

একটি কারখানায় ঢুকে বসেছিল একটি বিষধর গোখরো। খবর পেয়ে সেটিকে উদ্ধার করতে আসেন ছত্তীসগঢ়ের ‘স্নেকগার্ল’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:০১

ছবি: সংগৃহীত।

শীত শুরু হওয়ার মুখে নিরাপদ ও উষ্ণ আশ্রয় খোঁজে শীতল রক্তের প্রাণীরা। গুদাম বা ডাঁই হয়ে থাকা জিনিসপত্রের মধ্যে লুকিয়ে থাকতে ভালবাসে বিষধর সরীসৃপেরা বিশেষ করে সাপ। তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে একটি কারখানায় ঢুকে বসে রয়েছে একটি বিষধর গোখরো। তাকে উদ্ধার করতে আসেন ছত্তীসগঢ়ের ‘স্নেকগার্ল’। সাপ উদ্ধারের সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যমে ‘স্নেক গার্ল’ বা ‘স্নেক রেসকিউয়ার’ নামে পরিচিত অজিতা পাণ্ডে। সাপ ধরার দক্ষতার জন্য আরও এক বার সমাজমাধ্যমে নজর কেড়েছেন। বিলাসপুরের বাসিন্দা অজিতা সম্প্রতি একটি কারখানার ভিতরে বস্তার স্তূপের আড়ালে লুকিয়ে থাকা একটি গোখরোকে উদ্ধার করেন। খালি হাতে একটি আঁকশি নিয়ে কারখানার ভিতরে সাপের সন্ধান করতে দেখা যায় তাঁকে। বস্তার আড়ালে কুণ্ডলী পাকিয়ে ঘাপটি মেরে ছিল বিষধর সাপটি। কালো রঙের সাপটির গায়ে আলো পড়তেই তা চকচক করে ওঠে। অনায়াসেই অজিতা সাপটিকে ধরে বস্তাবন্দি করে ফেলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলেন কারখানায় উপস্থিত লোকজন।

‘ইনভিন্সিবল ডট অজিতা’ নামের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন ‘স্নেকগার্ল’। সাপ ধরার পর তাঁর অনুরোধ, কেউ যেন নিজে থেকে সাপের কাছে না যান বা সাপ ধরার চেষ্টা না করেন। কোনও সাপ দেখা গেলে তাকে স্পর্শ করা বা উস্কানি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এক জন প্রশিক্ষিত সাপ উদ্ধারকারীকে ডাকার কথা জানিয়েছেন অজিতা। ভিডিয়োটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে কয়েক হাজার বার দেখা হয়েছে। সাপ উদ্ধারে তরুণীর সাহসের প্রশংসা করেছেন নেটাগরিকেরা।

Advertisement
আরও পড়ুন