viral video

স্ত্রীকে লুকিয়ে শ্যালিকা ও তাঁর বান্ধবীর সঙ্গে পরকীয়া! ধরা পড়তেই একজোট হয়ে তরুণকে উত্তম-মধ্যম দিলেন তিন তরুণী

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে তিন তরুণী তরুণকে ঘিরে আছেন। তরুণকে মেঝেয় বসিয়ে রেখে তাঁর উপর চড়াও হন দুই তরুণী। একের পর এক থাপ্পড় মারেন তরুণের মুখে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৩:৩২
women take to learn a lesson to the man triple timing

ছবি: সংগৃহীত।

স্ত্রী, শ্যালিকা এবং শ্যালিকার বান্ধবী। তিন জনের সঙ্গে সমান তালে প্রেমের অভিনয় করে আসছিলেন তরুণ। স্ত্রীকে লুকিয়ে তাঁর বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে প়ড়েছিলেন। তাতেও শখ মেটেনি তাঁর। শ্যালিকার বান্ধবীকেও প্রেমের জালে ফাঁসিয়ে ফেলেছিলেন তিনি। তবে চতুষ্কোণ প্রেমের সম্পর্কের কথা ফাঁস হয়ে যেতেই হাতেনাতে শিক্ষা পেলেন প্রেমিকপ্রবর। নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, তিন জন একসঙ্গে ধরে ফেলেছেন তরুণের প্রতারণা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, তিন তরুণী ওই যুবককে শিক্ষা দিতে একজোট হয়েছিলেন। এঁদের মধ্যে এক জন ওই যুবকের স্ত্রী। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, তিন মহিলা তরুণকে ঘিরে আছেন। তরুণকে মেঝেয় বসিয়ে রেখে তাঁর উপর চড়াও হন দুই তরুণী। একের পর এক থাপ্পড় মারেন তরুণের মুখে। আর এক জন ফোনে ঘটনাটি রেকর্ড করতে থাকেন। তবে সবচেয়ে অদ্ভুত ছিল তরুণের আচরণ। তিনি শান্ত ও নির্বাক হয়ে বসেছিলেন মেঝেতেই। তরুণীদের মারধরের পরও কোনও প্রতিবাদ করেননি। তরুণীরা তাঁর চুল টেনে ধরে পিঠে আঘাত করতেও দ্বিধা করেননি।

ভাইরাল এই ভিডিয়োটি ‘গীতাপু’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। এক জন নেটাগরিক রসিকতা করে লিখেছেন, ‘‘ভাইয়ের প্রতিভা আছে। মানতেই হবে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘তরুণের এ ক্ষেত্রে যতটা দোষ ঠিক ততটাই দোষ তাঁর শ্যালিকা ও বান্ধবীরও।’’

Advertisement
আরও পড়ুন