viral video

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভিতর ম্যানেজারকে জড়িয়ে চুমু খেয়ে রিল বানালেন তরুণী! ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

এক তরুণী ব্যাঙ্কের ভিতরে ম্যানেজারের ঘরে ঢুকে রিল ভিডিয়ো শুট করছেন। ম্যানেজার তাঁর ডেস্কে বসে কাজ করছেন। হিন্দি গান ‘সারা সারা দিন তুম কাম করোগে তো পেয়ার কব করোগে’ গানটির সঙ্গে রিল ভিডিয়ো তৈরি করছেন ওই মহিলা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৪:০২
woman making a reel inside the SBI bank office

ছবি: সংগৃহীত।

ব্যাঙ্কের ম্যানেজার তাঁর অফিসে বসে কাজ করছেন। আর তাঁর গলা জড়িয়ে সালওয়ার কামিজ় পরা এক তরুণী হিন্দি গানের সঙ্গে নেচে রিল তৈরি করছেন। হরিয়ানার পঞ্চকুলায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার ব্যবস্থাপকের ঘরে রিল তৈরির ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী ব্যাঙ্কের ভিতরে ম্যানেজারের ঘরে ঢুকে রিল শুট করছেন। ম্যানেজার তাঁর ডেস্কে বসে কাজ করছেন। ‘সারা সারা দিন তুম কাম করোগে তো পেয়ার কব করোগে’ গানটির সঙ্গে ভিডিয়ো তৈরি করছিলেন ওই মহিলা। তাঁর পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি ব্যাঙ্কের কর্মচারী না ম্যানেজারের আত্মীয়া, সে সম্পর্কে সুষ্পষ্ট কোনও তথ্য জানা যায়নি। ভিডিয়োয় দেখা গিয়েছে তরুণী ম্যানেজারের কাঁধে হাত রেখে গানের সুরে ঠোঁট মেলাচ্ছেন। ম্যানেজারের টেবিলে কাগজপত্র ছড়িয়ে রয়েছে। তিনি মন দিয়ে সেই কাগজপত্র পরীক্ষা করছেন। এর পর তরুণী ম্যানেজারের গলা জড়িয়ে ধরে গান করতে থাকেন। এমনকি ম্যানেজারের গালে চুম্বনও করতে দেখা যায় তরুণীকে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘নীতিনত্যাগী নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মক্ষেত্রে ভিডিয়ো তৈরির যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্কের জন্ম দিয়েছে। নিজের অফিস ঘরে এই ভাবে রিল তৈরিতে বাধা না দেওয়ায় নেটাগরিকেরা ব্যাঙ্ক ম্যানেজারের সমালোচনায় মুখর হয়েছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘পেশাদারিত্বের নামে উপহাস।’’ আর এক জনের মন্তব্য, ‘‘কর্মক্ষেত্রের শৃঙ্খলা এবং ভাবমূর্তি উভয়ই গুরুত্বপূর্ণ। এটি লজ্জাজনক ঘটনা।’’

Advertisement
আরও পড়ুন