viral video

সওয়ারি নিয়ে ‘পাতালপ্রবেশ’! তরুণীকে নিয়েই সিঙ্কহোলে ঢুকে গেল আস্ত গাড়ি, রইল ভয় ধরানো ভিডিয়ো

একটি গাড়ি নির্মীয়মাণ রাস্তায় ঢুকে এগোতেই রাস্তায় ধস নামে। চালক কোনও কিছু বোঝার আগেই গাড়িটি সোজা গর্তের মধ্যে ঢুকে যায়। সিঙ্কহোলটি দ্রুত জলে ভরে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১১:২১
car entirely submerged in the sink hole

ছবি: সংগৃহীত।

হঠাৎ করেই নির্মীয়মাণ রাস্তায় তৈরি হল বিশাল এক গর্ত। মাটি ধসে ভেঙে গেল কংক্রিটের রাস্তায় একাংশ। গাড়ি নিয়ে এগোতেই চোখের পলকে ‘পাতালে’ প্রবেশ করলেন এক তরুণী। ফাঁকা গর্তে গাড়িটি ঢুকে যাওয়ার পর তাতে হু হু করে জল ঢুকতে শুরু করে। ডুবে যেতে শুরু করে গাড়িটি। তড়িঘড়ি কোনও রকমে উদ্ধার করা হয় তরুণীকে। সাক্ষাৎ মৃত্যুফাঁদ এড়িয়ে প্রাণ বাঁচে তাঁর। সংবাদ প্রতিবেদন বলা হয়েছে গত ২৬ জুলাই ঘটনাটি ঘটে সিঙ্গাপুরের মতো আধুনিক ঝাঁ-চকচকে শহরের। অন্য একটি গাড়ির সামনে থাকা ক্যামেরায় ভয়াবহ দুর্ঘটনার দৃশ্যটি ধরা পড়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সিঙ্গাপুরের সরকারি সংস্থা, পিইউবি (পাবলিক ইউটিলিটিস বোর্ড) জানিয়েছে, বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের তানজং কাটং রোড এবং মাউন্টব্যাটেন রোডের সংযোগস্থলে ওয়ান অ্যাম্বার কনডোমিনিয়ামের কাছে আচমকাই বিরাট সিঙ্কহোলটি তৈরি হয়। তখন সেখানে রাস্তার কাজ চলছিল। সামনেই এক নির্মাণ শ্রমিক দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন। ভিডিয়োয় দেখা গিয়েছে গাড়িটি তানজং কাটং রোডে ঢুকে এগোতেই রাস্তায় ধস নামে। চালক কোনও কিছু বোঝার আগেই গাড়িটি সোজা গর্তের মধ্যে ঢুকে যায়। সিঙ্কহোলটি দ্রুত জলে ভরে যায়। ফলে গাড়ির সামনের অংশটি পুরোটাই ডুবে যায় জলে। ভয়ঙ্কর শব্দ শুনে ছুটে আসেন রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মীরা। তাঁদেরই এক জন সংবাদমাধ্যমে জানান, তিনি যখন ঘটনাস্থলে পৌঁছোন, তত ক্ষণে গাড়িটি গর্তে পড়ে গিয়েছিল এবং তরুণী বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তিনি ও তাঁর তিন সহকর্মী দড়ি ছুড়ে দেন চালকের দিকে। সেটি ধরে উপরে ওঠেন গাড়িচালক তরুণী। পরদিন ২৭ জুলাই বিকেলে একটি ক্রেন এনে গাড়িটিকে সিঙ্কহোল থেকে বার করা হয়। নীল রঙের গাড়িটির ছাদ ভেঙে গিয়েছে এবং গাড়ির কাচও চুরমার হয়ে গিয়েছে।

এক্স হ্যান্ডলের ‘হ্যাগার ড্যারেন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। পুলিশ, এবং ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (এলটিএ) বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে হাত লাগিয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তার উভয় দিকেই যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে।

Advertisement
আরও পড়ুন