viral video

বাস্তবের ‘স্পাইডারম্যান’, সুরক্ষাকবচ ছাড়াই ১০১ তলা ইমারতের মাথায় চড়লেন তরুণ! রইল ভয় ধরানো ভিডিয়ো

কোনও দড়ি বা সুরক্ষা বেল্ট ছাড়া, শুধুমাত্র হাত এবং পা ব্যবহার করে ৮০৫ মিটার উঁচু বাড়ির মাথায় চড়লেন তরুণ। প্রায় ৯০ মিনিট কঠোর কসরতের পর, তিনি ইমারতের মাথায় পৌঁছোন। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১১:৪৮
American rock climber performs a free solo climb of the Taipei

ছবি: সংগৃহীত।

১০১ তলা উঁচু ইমারত। উপর থেকে নীচে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। সেই বিশাল ইমারত চড়ার দুঃসাধ্য কাজ করে দেখালেন এক তরুণ। তাও আবার কোনও রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই! ৯০ মিনিটে ওই বহুতলে উঠে সারা পৃথিবীর নজর কেড়েছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হোনল্ড। প্রায় ৮০৫ মিটার উচ্চতার তাইপে ১০১-এর শীর্ষে উঠে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কোনও দড়ি বা সুরক্ষা বেল্ট ছাড়া, স্রেফ হাত এবং পায়ের সাহায্যে ইমারতের মাথায় আরোহণ করেন তিনি। একেবারে নীচ থেকে বিশ্বের অন্যতম বিখ্যাত ইমারতটিতে চড়া শুরু করেছিলেন হোনল্ড। তাঁর কাছে অভিজ্ঞতাটি সম্পূর্ণ নতুন। কারণ তিনি পাহাড়ে চড়ায় অভিজ্ঞ। ভবনে থাকা খাড়া ‘এল’ আকৃতির কাঠামো ধরে ধরে উপরে উঠতে থাকেন তরুণ। প্রায় ৯০ মিনিট কঠোর কসরতের পর হোনল্ড ইমারতের শীর্ষে পৌঁছোন। লাল টি-শার্ট পরা হোনল্ড উপর থেকে দর্শকের দিকে হাত নাড়াতেই নীচে জমায়েত হওয়া জনতা আনন্দে ফেটে পড়ে। উপর থেকে তাইপে শহরের দৃশ্যও ছিল অসাধারণ।

হোনল্ড পরে জানান, বহুতলের চূড়ায় বাতাসের বেগ ছিল প্রবল। ফলে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছিল তাঁর। তাইপে শহরকে দেখার এটাই সবচেয়ে সুন্দর উপায় বলে জানিয়েছেন এই পর্বতারোহী। তাইপে ১০১-এর নকশা খুবই চ্যালেঞ্জিং। ভবনের মাঝখানে বাঁশের বাক্সের মতো কাঠামোগুলি খাড়া এবং মসৃণ হওয়ায় হাত পিছলে যাওয়ার আশঙ্কা ছিল। কিছু জায়গায় বারান্দায় কিছু ক্ষণের জন্য থেমে বিশ্রামও নিতে দেখা গিয়েছে তাঁকে। বৃষ্টির কারণে হোলন্ডের এই অভিযান এক দিনের জন্য স্থগিত করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন