Bizarre

স্রেফ ফেসওয়াশ আর ময়েশ্চারাইজ়ার মেখে মাসে লক্ষ টাকা রোজগারের সুযোগ! কারা দিচ্ছে এমন ‘সোনায় মোড়া চাকরি’

বেঙ্গালুরুর একটি স্টার্টআপ ইন্টার্নশিপের জন্য প্রার্থী খুঁজছে। সাবালক হলেই আবেদন করা যাবে। শর্ত, প্রতি দিন সকাল ও রাতের ত্বকের যত্নের রুটিন অনুসরণ করতে হবে ইন্টার্নদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮
A Bengaluru startup’s internship offering Rs 1 lakh to interns who follow a skincare routine

ছবি: প্রতীকী।

ত্বককে ঝকঝকে দাগহীন সুন্দর রাখার মূল মন্ত্রই হল প্রতি দিন তার যত্ন নেওয়া। কিন্তু দৈনন্দিন সেই রুটিনই যদি রোজগারের পথ হয়ে দাঁড়ায়! কেমন হবে সেই চাকরি? বেঙ্গালুরুর একটি স্টার্টআপের ইন্টার্নশিপের একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। সেখানে এক মাস ধরে ত্বকের যত্নের রুটিন অনুসরণকারী ইন্টার্নদের ১ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এই পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

পোস্টে লেখা হয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউই এই পদের জন্য আবেদন করতে পারেন। চাকরিতে যোগ দেওয়ার জন্য বিশেষ কোনও যোগ্যতারও প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি। এই স্টার্টআপটি তৈরি করেছেন আইআইটির প্রাক্তনীরা। এই পোস্টটির লক্ষ্য হল, ত্বকের যত্ন নেওয়া ও তার গুরুত্বকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সংস্থার দাবি, ত্বকের যত্ন নেওয়ার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ধারাবাহিক ভাবে যদি এই রুটিন অনুসরণ করা হয়, তখন লক্ষণীয় পরিবর্তন ধরা পড়ে। ত্বকের যত্ন কী ভাবে নিতে হবে, নির্বাচিত ইন্টার্নদের তার প্রশিক্ষণ দেওয়া হবে। চর্মরোগ বিশেষজ্ঞদের নিয়ে নানা আলোচনাচক্রে তাঁরা অংশগ্রহণ করবেন।

প্রতি দিন সকাল ও রাতের ত্বকের যত্নের রুটিন অনুসরণ করতে হবে ইন্টার্নদের। ত্বকের স্বাস্থ্যের পরিবর্তনগুলি সম্পর্কে রিপোর্ট করতে হবে। নতুন লঞ্চ হওয়া পণ্যগুলি পরীক্ষা এবং পর্যালোচনার করার কাজও করতে হবে তাঁদের। যে কোনও লিঙ্গ, বয়সের প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদনপত্র উন্মুক্ত। ইন্টার্নশিপের ৫০ শতাংশ পুরুষদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ত্বকের যত্ন শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থাটি।

Advertisement
আরও পড়ুন