viral video

পণ্য সরবরাহ করতে এসে গ্রাহককে চিনতে পারলেন কর্মী, তুললেন নিজস্বীও! উপরি পেলেন ২১ হাজার টাকা বকশিশ

গ্রাহকের সঙ্গে এক ভারতীয় ডেলিভারি কর্মীর কথোপকথনে উঠে আসে তরুণ তিন বছর ধরে মাল্টায় বসবাস করছেন। তাঁর জন্মস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কর্মী জানান আদতে তিনি কেরলের বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৩:৪০
German vlogger gifts 21 thousand rupees an Indian delivery agent

ছবি: সংগৃহীত।

পণ্য ডেলিভারি করতে গিয়ে গ্রাহককে চিনতে পেরেছিলেন সরবরাহকর্মী। গ্রাহক এক জন জার্মান ভ্লগার। তাঁর ভিডিয়ো প্রায়শই দেখেন মাল্টায় বসবাসকারী ভারতীয় কর্মী। সেই কথাটি গ্রাহককে জানাতে তিনি এমন আচরণ করলেন, যা দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োর শুরুতে দেখা যায় এক ডেলিভারি কর্মী ভ্লগারের দরজায় দাঁড়িয়ে পণ্য সরবরাহ করছেন। জার্মান ব্যক্তিকে দেখেই কর্মী জানতে চান তিনি ভ্লগার কি না। জার্মান ব্যক্তি নিজের পরিচয় জানাতেই ভারতীয় সরবরাহকারী কর্মী জানান তিনি ভ্লগারের ভিডিয়ো দেখেন। তার পর কর্মী একটি সেল্‌‌ফি তুলতে চান। সানন্দে রাজি হন জার্মান ভ্লগার।

তাঁদের কথোপকথনে উঠে আসে, ডেলিভারি কর্মী তিন বছর ধরে মাল্টায় বসবাস করছেন। তাঁর জন্মস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কর্মী জানান আদতে তিনি কেরলের বাসিন্দা। সেই কথার সূত্রেই জার্মান ব্যক্তি কর্মীর কাছে জানতে চান এখানে তাঁকে বাড়িভাড়ার জন্য কত টাকা দিতে হয়। ভারতীয় তরুণ উল্লেখ করেন যে তিনি মাসে ২০০ ইউরো (প্রায় ২১,০০০ টাকা) বাড়িভাড়ার জন্য দিয়ে থাকেন। কিছু ক্ষণ পরে, জার্মান ভ্লগার জানান, তিনি খুশি হয়ে কিছু দিতে চান। তার পর তিনি ডেলিভারি কর্মীকে নগদ ২০০ ইউরো উপহার দেন ও সেই টাকা দিয়ে ভাড়া পরিশোধ করার অনুরোধ জানান জার্মানির ভ্লগার। আকস্মিক এই উপহার পেয়ে স্বভাবতই কেরলের তরুণ অভিভূত হয়ে যান। ধন্যবাদ জানানোর পর ভিডিয়োটি শেষ হয়।

ভিডিয়োটি পোস্ট হওয়ার পর এখনও পর্যন্ত ১৮ লক্ষের বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে অনেকেই ভ্লগারের প্রশংসা করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ইন্টারনেটে এই ধরনের বিষয়বস্তুরই সবচেয়ে বেশি প্রয়োজন।’’ দ্বিতীয় নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সুন্দর মুহূর্ত। কঠোর পরিশ্রমের জন্য ডেলিভারি কর্মীর প্রতি শ্রদ্ধা রইল।’’

Advertisement
আরও পড়ুন