Ghost resorts

ছড়িয়ে শয়ে শয়ে স্কিয়ের কঙ্কাল, বরফের রাজ্যের বুড়ো রিসর্ট ভোল বদলে ‘ভূতুড়ে শহর’! নেপথ্যে কোন কারণ?

ফ্রান্স জুড়ে পরিত্যক্ত অসংখ্য স্কি রিসর্টের মধ্যে একটিতে পর্যবসিত হয়েছে সেয়ুজ়। বরফের রাজ্যে গজিয়ে ওঠা যে রিসর্টে পর্যটক গমগম করত এখন সেখানে শীতল নীরবতা। শ্বেতশুভ্র আল্পসের পর্বতচূড়ার ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে কাঠ, লোহার কঙ্কাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৩:৩৩
০১ ১৭
Ghost resorts

২০১৮ সালে স্কিয়ের মরসুম শেষ হওয়ার পর রিসর্ট বন্ধ করার সময় কর্মচারীরা বিন্দুমাত্র আঁচ করতে পারেননি আগামী মরসুমে তাঁদের আর ফিরতে হবে না। প্রতি বছরের মতো তাঁরা ধরে নিয়েছিলেন স্কিয়ের মরসুম শুরু হলে আবার রুজি-রোজগার শুরু হবে। তাঁরা জানতেই পারেননি সেটাই ছিল তাঁদের চাকরির শেষ বছর।

০২ ১৭
Ghost resorts

পৃথিবীবিখ্যাত স্কি রিসর্টগুলির বেশির ভাগই আল্পসের কোল ঘেঁষে তৈরি। তাদের মধ্যে একটি সেয়ুজ় স্কি রিসর্ট। ৮৫ বছরের পুরনো এই স্কি রিসর্টটি এখন ভূতুড়ে এলাকা বললে অত্যুক্তি হয় না। শ্বেতশুভ্র আল্পসের পর্বতচূড়ার ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে কাঠ, লোহার কঙ্কাল।

০৩ ১৭
Ghost resorts

‘দ্য গার্ডিয়ানের’ প্রতিবেদন অনুসারে, ফ্রান্স জুড়ে ১৮৬টিরও বেশি স্কি রিসর্ট স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সেয়ুজ়ও। এটি ফরাসি দেশের প্রাচীনতম স্কি রিসর্টগুলির মধ্যে একটি। যে কোনও স্কি রিসর্টকে লাভের মুখ দেখতে হলে অন্তত তিন মাস খোলা রাখতে হয়। ২০১৬ ও ২০১৭ সালে সেই সুযোগ পাননি রিসর্ট কর্তৃপক্ষ।

Advertisement
০৪ ১৭
Ghost resorts

২০১৮ সালেই শেষ বারের মতো মাত্র দেড় মাস পর্যটকদের স্বাগত জানিয়েছিল রিসর্টটি। আজ, ফ্রান্স জুড়ে পরিত্যক্ত অসংখ্য স্কি রিসর্টের মধ্যে একটিতে পর্যবসিত হয়েছে সেয়ুজ়। বরফের রাজ্যে গজিয়ে ওঠা যে রিসর্টে পর্যটক গমগম করত এখন সেখানে শীতল নীরবতা। কনকনে হাওয়া ছুঁয়ে যায় কেব্‌ল কারের খাঁচাগুলো। কাঠের বাড়িগুলি মূক দর্শকের মতো দাঁড়িয়ে শুধু অস্তিত্বের দাবি করে।

০৫ ১৭
Ghost resorts

Advertisement
০৬ ১৭
Ghost resorts

ছয় বছর পর সেয়ুজ়ের হালহকিকত জানার জন্য ২০২৪ সালে পরিবেশবিদেরা অভিযান চালান। সেখানে তাঁদের নজরে আসে ৮ মার্চ ২০১৮ তারিখের একটি হলুদ রঙের খবরের কাগজ ভাঁজ করে রাখা আছে। যেন কেউ যত্ন করে চুপচাপ টেবিলে নামিয়ে রেখে চলে গিয়েছেন। অর্ধেক ভর্তি জলের বোতল পড়ে আছে টেবিলের উপর।

০৭ ১৭
Ghost resorts

স্থানীয় কমিউনিটি কাউন্সিলের সভাপতি মিশেল রিকো-চার্লস সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রতি মরসুমে শুধুমাত্র সেয়ুজ় খোলার খরচ ৪ লক্ষ ৫০ হাজার ইউরো। তাই পর্যটক না এলে খোলা রাখার চেয়ে বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিলেন রিসর্ট কর্তৃপক্ষ। পর পর দু’বছর তাঁরা রিসর্টটি চালু করেননি। ঋণের ফাঁদ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement
০৮ ১৭
Ghost resorts

কৃত্রিম তুষার ব্যবহারের কথা ভাবা হলেও কর্তৃপক্ষ বুঝতে পেরেছিলেন স্কি রিসর্টের আয়ু বেশি দিন নয়। এই ধরনের ব্যবস্থা করে ‘অনিবার্য মৃত্যু’ বিলম্বিত করা সম্ভব। তাকে আটকানো সম্ভব নয়। তাই সেই দিকে আর এগোননি রিসর্টের ব্যবস্থাপকেরা।

০৯ ১৭
Ghost resorts

গত বছরের (২০২৫) নভেম্বরে ট্রাক এবং হেলিকপ্টার এনে স্কি লিফ্‌ট অপসারণের কাজ শুরু হয়। পরিবেশগত বিপর্যয় কমাতে হেলিকপ্টার ব্যবহার করে রিসর্টের স্কি লিফ্‌টগুলিকে বিমানে তুলে নেওয়া হয়েছিল। ফরাসি আইন অনুসারে স্কি লিফ্‌টগুলি আর ব্যবহার না করলে তা সরিয়ে ফেলা এবং ভেঙে ফেলা বাধ্যতামূলক।

১০ ১৭
Ghost resorts

আইনটি শুধুমাত্র ২০১৭ সালের পরে নির্মিত স্কি লিফ্‌টের ক্ষেত্রে প্রযোজ্য। বেশির ভাগ স্কি লিফ্‌টই ৩০ বছর চলে। তাই কমপক্ষে ২০৪৭ সাল পর্যন্ত কোনও লিফ্‌টকে অকেজো বলে মনে করা হবে না। প্রক্রিয়াটিও ব্যয়বহুল।

১১ ১৭
Ghost resorts

সেয়ুজ় ভেঙে ফেলার জন্য ১ লক্ষ ২৩ হাজার ইউরো খরচ হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম ধরে রিসর্টটির সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার আগে বেশির ভাগ পরিত্যক্ত স্কিয়ের কাঠামোগুলির কিছু অংশ তাঁরা স্মৃতিচিহ্ন হিসাবে বাড়ি নিয়ে যান।

১২ ১৭
Ghost resorts

ফরাসি দেশটিতে বর্তমানে ৬৩ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে ১১৩টি স্কি লিফ্‌ট পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর প্রায় তিন-চতুর্থাংশ সংরক্ষিত এলাকার মধ্যে পড়ে। মাউন্টেন ওয়াইল্ডারনেস অ্যাসোসিয়েশনের অনুমান অনুসারে, ফ্রান্সের পাহাড়ের চারপাশে ৩ হাজারেরও বেশি পরিত্যক্ত কাঠামো রয়েছে। ধীরে ধীরে তা ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ বন্যভূমিকে ফোঁপরা করছে। শুধু বন্ধ হয়ে যাওয়া স্কিয়ের যন্ত্রাংশ নয়, পাহাড়ের গায়ে পেঁচিয়ে রয়েছে পুরনো তার, কাঁটাতারের টুকরো, বেড়া এবং পুরনো যন্ত্রপাতি।

১৩ ১৭
Ghost resorts

আল্পসের ক্ষয়ে সেয়ুজ়ের অবদানও কম নয়। লিফ্‌টের নীচের অংশে থাকা ছোট কাঠের কেবিন তাপবিরোধী পদার্থ ক্ষয় করছে। স্কি করার যে লেন তৈরি করা হয় তা চিহ্নিত করার জন্য ব্যবহৃত দড়িগুলি ছিঁড়ে গিয়েছে। প্লাস্টিকের টুকরোগুলি খসে খসে পড়ছে। স্কি লিফ্‌টের প্রতিটি প্রান্তে থাকা পুরনো শেডগুলিতে প্রায়শই ট্রান্সফরমার, অ্যাসবেস্টস, মোটর তেল এবং গ্রিজ় থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই পদার্থগুলি মাটি এবং জলে মিশে যায়।

১৪ ১৭
Ghost resorts

পরিবেশবিদ নিকোলাস ম্যাসন জানিয়েছেন, আল্পসের ল্যান্ডস্কেপ থেকে স্কিইং প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে। অনেক নিচু অঞ্চল ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। এক ডিগ্রিরও ভগ্নাংশের তাপমাত্রার হেরফের পাহাড়ের পরিবেশের সব কিছু বদলে দেয়। তুষারপাত হওয়া এবং তুষারপাত না হওয়ার নেপথ্যে এটাই বড় কারণ। ম্যাসনের মতে হয়তো ১০, ২০ কিংবা ৫০ বছর লাগতে পারে আল্পসের স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে।

১৫ ১৭
Ghost resorts

সাত বছর ধরে বন্ধ থাকায় এবং খুঁটিগুলি সরে যাওয়ায় পরিবেশ পুনরুদ্ধারের প্রাথমিক লক্ষণ ইতিমধ্যেই ফুটে উঠেছে সেয়ুজ়। সাদা তুষারের উপর লাল কুয়াশা ভেসে উঠছে। শীতকালীন গোলাপের কুঁড়ির দেখা মিলেছে। যেখানে পিস্ট আর কাটা হয় না, সেখানে অঙ্কুরিত হচ্ছে গোলাপের চারা।

১৬ ১৭
Ghost resorts

বিরল রেড বিল্ড চাফের মতো পাখিদের জন্য গোলাপের কুঁড়িগুলি শীতকালীন খাবারের জোগান দেয়। বসন্তে বাসা তৈরির জন্য গোলাপের কাঁটাযুক্ত কাণ্ড ব্যবহার করে পাখিগুলি। গ্রীষ্মকালে, এই পাহাড়ের ঢালে নানা ধরনের অর্কিড এবং হলুদ জেন্টিয়ান ফুল ফোটে।

১৭ ১৭
Ghost resorts

গবেষণায় দেখা গেছে যে বিশ্বব্যাপী তাপমাত্রা ২ ডিগ্রি বাড়লে চলমান স্কি রিসর্টগুলির অর্ধেকেরও বেশিতে খুব কম তুষারপাতের আশঙ্কা থাকে। যে রিসর্টগুলি বেশি উচ্চতায় রয়েছে তাদের পারমাফ্রস্ট হ্রাসের ঝুঁকি থাকে। ফলে খুঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়। কিছু রিসর্ট, যেমন সেন্ট-হোনোরে নির্মাণ শেষ হওয়ার আগেই পরিত্যক্ত হয়ে পড়ে। বড় রিসর্টগুলি, যাদের নতুন পিস্ট এবং কৃত্রিম তুষার বিনিয়োগ করার মতো ট্যাঁকের জোর থাকে তারাই কেবলমাত্র টিকে থাকার জন্য লড়াই করে চলেছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি