viral video

কানাডীয় তরুণীর প্রেমিককে দেখে উড়ন্ত চুম্বন ভারতীয় তরুণীদের! ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড়

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দাবি উঠেছে, ভারতে বে়ড়াতে আসা এক বিদেশিনির প্রেমিকের ছবি দেখতে চান ভারতীয় তরুণীরা। ভিন্‌দেশি নতুন বন্ধুদের অনুরোধ ফেলত পারেননি ওই পর্যটক। তাঁর প্রেমিকের ছবি দেখাতেই উৎফুল্ল হয়ে ওঠেন তরুণীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:৫৪
Canadian tourist sharing her boyfriend’s photo with Indian girls

ছবি: সংগৃহীত।

ভারতে বেড়াতে এসে অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন কানাডার বাসিন্দা এক তরুণী। একদল ভারতীয় তরুণীর সঙ্গে তাঁর আলাপচারিতার কথা তুলে ধরেছেন একটি ভিডিয়োয়। আপাতদৃষ্টিতে সেই কথোপকথন হালকা চালে শুরু হলেও পরে তা প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একদল ভারতীয় তরুণী কানাডার এক তরুণীর সঙ্গে আলাপচারিতায় মেতে উঠেছেন। হালকা ও মজার ছলে চলছিল কথাবার্তা। কথাবার্তা চলাকালীনই কানাডীয় তরুণীর প্রেমিকের ছবি দেখতে চান ভারতীয় তরুণীরা। ভিন্‌দেশি নতুন বন্ধুদের অনুরোধ ফেলতে পারেননি বিদেশিনি। তিনি তাঁর প্রেমিকের ছবি দেখাতেই উৎফুল্ল হয়ে ওঠেন তরুণীরা। তাঁরা বিদেশি তরুণের ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন। তাঁদের মধ্যে আবার কেউ কেউ অত্যুৎসাহে ছবির দিকেই চুমু ছুড়ে দিতে শুরু করেন। তরুণীদের আচরণ দেখে সেই মুহূর্তে বিদেশিনি মজা পেলেও ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়।

‘ভেনম’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া এই ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা দ্বিধাবিভক্ত। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা। নেটাগরিকদের একাংশ যুক্তি দিয়েছেন যে তরুণীদের বিদেশিনি বা তাঁর প্রেমিককে অসম্মান করার কোনও উদ্দেশ্য ছিল না। নিছক মজার ছলেই তাঁরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এক পক্ষের যুক্তি, তরুণীরা ভদ্রতার সীমা অতিক্রম করেছেন এবং তাঁদের এই আচরণ শিষ্টাচারের অভাবকেই তুলে ধরেছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাবুন এই আচরণ যদি কোনও পুরুষ কোনও পর্যটকের বান্ধবীর সঙ্গে করতেন তবে সেই নিয়ে ক্ষোভ কতটা হত।’’

Advertisement
আরও পড়ুন