ChatGPT

গোয়েন্দার ভূমিকায় চ্যাটজিপিটি, কফির অবশেষ দেখে ‘পরকীয়া’ ধরল কৃত্রিম মেধা! স্বামীর থেকে ডিভোর্স চাইলেন স্ত্রী

১২ বছরের দাম্পত্যজীবন তরুণীর। দুই সন্তানও রয়েছে তাঁদের। ‘ট্যাসিয়োগ্রাফি’র আধুনিক সংস্করণের একটি ট্রেন্ডে অংশ নেওয়ার জন্য চ্যাটজিপিটির সাহায্য নেন তরুণী। ‘ট্যাসিয়োগ্রাফি’ হল এমন একটি পদ্ধতি যেখানে কফি বা চা পান করার পর যে অবশিষ্ট পড়ে থাকে তা দেখে ভাগ্য বলে দেওয়া যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১২:৩৪
AI reveals husband\\\\\\\\\\\\\\\'s alleged affair

—প্রতীকী ছবি।

ফোন, চ্যাটের কথোপকথন থেকে বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ভূরি ভূরি। এ বার বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা ফাঁস করল চ্যাটজিপিটি। দাম্পত্য সম্পর্ক কেমন তা জানতে কৃত্রিম মেধার শরণাপন্ন হয়েছিলেন গ্রিসের বাসিন্দা এক তরুণী। চ্যাটজিপিটির সাহায্য চেয়ে স্বামী ও তাঁর কফি কাপের ছবি আপলোড করেছিলেন তিনি। তাতে যা ফল আসে, তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তরুণীর। তাঁর আশঙ্কাই সত্যি হয়েছে। কৃত্রিম মেধা জানিয়েছে, তরুণীর স্বামী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই ফলাফল দেখে তড়িঘড়ি স্বামীর থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন তরুণী। স্ত্রীর এই কাণ্ডে হতবাক স্বামী।

Advertisement

গ্রিসের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ বছরের দাম্পত্যজীবন তরুণীর। দুই সন্তানও রয়েছে তাঁদের। ‘ট্যাসিয়োগ্রাফি’র আধুনিক সংস্করণের একটি ট্রেন্ডে অংশ নেওয়ার জন্য চ্যাটজিপিটির সাহায্য নেন তরুণী। ‘ট্যাসিয়োগ্রাফি’ হল এমন একটি পদ্ধতি যেখানে কফি বা চা পান করার পর কাপে যে অবশিষ্ট পড়ে থাকে তা দেখে ভাগ্য বলে দেওয়া যায়। সেই পুরনো রীতি অনুসরণ করে দাম্পত্য সম্পর্কের মান জানতে চেয়েছিলেন স্ত্রী। এআই জানিয়েছে যে, তাঁর স্বামী এক কমবয়সি তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িত। স্বামীর সেই নতুন সঙ্গীর নামের আদ্যক্ষর ‘ই’।সেই মহিলা পরিবারের ঘনিষ্ঠ সদস্যও বটে। এই প্রেমিকাই তাঁর স্বামীর পরবর্তী সঙ্গী হতে চলেছেন বলে জানিয়েছে চ্যাটবট। এই ঘটনার তিন দিন পর তরুণী স্বামীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। স্বামীকে বাড়ি ছাড়তে বলেন। সন্তানদের জানান যে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। আইনজীবীর সাহায্যে বিবাহবিচ্ছেদের নথি প্রস্তুত করার সিদ্ধান্ত নেন স্ত্রী।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকারে এসে তরুণীর স্বামী জানান, তিনি প্রথমে এই ঘটনাকে মজার খেলা হিসাবে মনে করেছিলেন। তরুণের অভিযোগ, এর আগেও তাঁর স্ত্রী এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। কয়েক বছর আগে এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন স্ত্রী। তাঁর কথা শুনেও অশান্তি করেন। পরে মিটমাট হয়ে যায়। এখন আর কোনও কথাই শুনতে রাজি নন স্ত্রী, বলে জানিয়েছেন তরুণ।

Advertisement
আরও পড়ুন