Viral Video

রাস্তায় লুটিয়ে শাড়ির আঁচল, বাইকে বসা তরুণী কান দিলেন না সতর্কবাণীতে, চাকায় জড়িয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা

বাইকে চড়ে যাওয়ার সময় তরুণীর শাড়ির আঁচলটি চাকাটিকে স্পর্শ করতে করতে রাস্তায় লুটোচ্ছিল। যে কোনও মুহূর্তেই সেটি চাকার সঙ্গে আটকে যেতে পারত। তাই দেখে তরুণী পিছনে আসা এক বাইক-আরোহী তাঁকে আঁচলটি ঠিক করার পরামর্শ দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১০:০৬
pillion rider falls down from motorcycle

ছবি: সংগৃহীত।

বাইকের পিছনের আসনে বসে রয়েছেন তরুণী। পরনের শাড়ির আঁচল লুটিয়ে পড়েছে রাস্তায়। বিপদের আগাম আভাস পেয়ে পথচলতি এক বাইক-আরোহী তাঁকে ইশারায় সতর্ক করার চেষ্টা করেন। সেই সতর্কবাণীতে কান দেননি বাইকে বসা তরুণী। তাঁর একগুঁয়ে মনোভাবের মাসুল দিতে হয় কয়েক সেকেন্ডের মধ্যেই। বাইক থেকে ছিটকে পড়ে যান তরুণী। ভাগ্য ভাল থাকায় কোনও রকমে প্রাণে বাঁচে তরুণীর। বাইকচালক তরুণও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রাস্তায়। সেই দুর্ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে ভিডিয়ো দেখে অনেকে এটিকে সাজানো ঘটনা বলে উল্লেখ করেছেন। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাইকে চড়ে যাওয়ার সময় তরুণীর শাড়ির আঁচলটি চাকাটিকে স্পর্শ করতে করতে রাস্তায় লুটোচ্ছিল। যে কোনও মুহূর্তেই সেটি চাকার সঙ্গে আটকে যেতে পারত। তাই দেখে তরুণীর পিছনে আসা এক বাইক-আরোহী তাঁকে আঁচলটি ঠিক করার পরামর্শ দেন। তরুণী সেই কথায় আমল না দিয়ে পাল্টা কিছু জবাব দিতে থাকেন। সতর্কবার্তায় কান না দেওয়ার ফল হাতেনাতে পান তরুণী। তাঁর শাড়ির আঁচলটি চাকায় জড়িয়ে যাওয়ার ফলে তিনি বাইকের পিছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

প্রফ_চিফ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ তা দেখেছেন। এক কোটি ৪০ লক্ষ বার দেখা হয়েছে ভাইরাল এই ভিডিয়োটি। ভিডিয়ো দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন