Bizarre

পোষ্য ভেবে আদর করতে গিয়ে ভুল ভাঙল ঘুমন্ত তরুণীর, চোখ খুলেই বুকের উপর নজরে পড়ল ৮ ফুটের পাইথন!

অষ্ট্রেলিয়ার ব্রিসবেনের বাসিন্দা র‍্যাচেল ব্লু নামের ওই তরুণীর ঘরে সাপটি গভীর রাতে আশ্রয় নেয়। ঘুমন্ত অবস্থায় সেটিকে পোষ্য ভেবে ভুল করেছিলেন তিনি। সাপের দেহের ভারে র‍্যাচেলের ঘুম ভাঙতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তরুণীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:২৩
An Australian woman found an 8-foot carpet python curled on her chest

—প্রতীকী ছবি।

ঘুমের ঘোরে তরুণী ভেবেছিলেন তাঁর বুকের উপর পোষ্য উঠে বসেছে। পোষ্যকে আদর করার জন্য হাত বোলাতেই ঠাণ্ডা ও মসৃণ কোনও কিছুর উপস্থিতি টের পান তিনি। ধড়মড়িয়ে উঠে বসতেই আতঙ্কে হিম হয়ে যায় তরুণীর শরীর। কারণ তাঁর শরীরের উপর উঠে রয়েছে একটি আট ফুট (২.৫ মিটার) লম্বা কার্পেট পাইথন। মধ্যরাতে ভয় ধরানো এক অভিজ্ঞতার সাক্ষী রইলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা তরুণী।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, ব্রিসবেনের বাসিন্দা র‍্যাচেল ব্লু নামের ওই তরুণীর ঘরে সাপটি গভীর রাতে আশ্রয় নেয়। ঘুমন্ত অবস্থায় সেটিকে পোষ্য ভেবে ভুল করেছিলেন তিনি। সাপের দেহের ভারে র‍্যাচেলের ঘুম ভাঙতেই আলো জ্বালিয়ে দেন তাঁর স্বামী। চাপা স্বরে সাবধান করতে থাকেন স্ত্রীকে। বেশি নড়াচড়া না করে বিছানা থেকে ধীরে ধীরে নেমে আসার পরামর্শ দেন তরুণীর স্বামী। সাপটি র‍্যাচেলের বুক ও পেট জুড়ে কুণ্ডলী পাকিয়ে শুয়ে ছিল। লেজের কিছুটা অংশ বাইরে ঝুলছিল। দেহের উপর সাপ উঠে বসে থাকলেও তরুণীর প্রথম চিন্তা হয় তাঁর দু’টি পোষ্যকে নিয়ে। কারণ বাড়িতে সাপের উপস্থিতি টের পেলে ডালমেশিয়ান জাতের কুকুরগুলি সেটির উপর ঝাঁপিয়ে পড়বে।

ভয়াবহ কাণ্ড ঘটে যাওয়ার আশঙ্কা করছিলেন দম্পতি। র‌্যাচেলের স্বামী কুকুরগুলিকে প্রথমেই নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। র‌্যাচেল ধীরে ধীরে বিছানা থেকে নেমে অসম সাহসে ভর করে সাপটিকে তুলে জানলা গলিয়ে বাইরে ফেলে দেন। সাপটিও ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়।

Advertisement
আরও পড়ুন