Bizarre

জলের খরচের জন্য ১৫,৭৯৯ টাকার বিল ধরালেন বাড়িওয়ালা! ‘ঢাকের দায়ে মনসা বিকোনো’র অবস্থা বেঙ্গালুরুর তরুণের

এক তরুণ কর্মসূত্রে বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া করে থাকেন। সেই ভাড়াবাড়িতে তরুণের সঙ্গে আরও এক জন থাকেন। প্রতি মাসে সেখানকার জলের বিল মেটাতেই ১০ হাজার টাকা খরচ হয়ে যায় দু’জনের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৭

—প্রতীকী ছবি।

কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন তরুণ। দু’জন মিলে সেখানে একটি বাড়ি ভাড়া করে থাকেন। দিনের অধিকাংশ সময় অফিসের কাজে বাইরেই থাকতে হয় তাঁদের। তবুও প্রতি মাসে নাকি জলের বিল মেটাতে জলের মতো টাকা খরচ হচ্ছে দু’জনের। শুধুমাত্র জলের খরচ বাবদ মাস প্রতি ১০ হাজার টাকার বিল হাতে ধরিয়ে যান তাঁদের বাড়িওয়ালা। চলতি মাসে সেই খরচ নাকি আরও বেড়ে গিয়েছে। বাড়িওয়ালার প্রতি ক্ষোভ প্রকাশ করে বিলের ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আর/বেঙ্গালুরু’ নামের রেডিটের পাতায় একটি বিলের ছবি পোস্ট করা হয়েছে। এক মাসের জলের খরচের বিলের ছবি সেটি। এক তরুণ কর্মসূত্রে বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া করে থাকেন। সেই ভাড়াবাড়িতে তরুণের সঙ্গে আরও এক জন থাকেন। প্রতি মাসে সেখানকার জলের বিল মেটাতেই ১০ হাজার টাকা খরচ হয়ে যায় দু’জনের। চলতি মাসে নাকি সেই খরচ আরও বেড়ে গিয়েছে। তাঁদের হাতে মোটা টাকার বিল ধরিয়েছেন বাড়িওয়ালা। তা দেখে মাথায় হাত তরুণের।

চলতি মাসে জলের খরচ বাবদ ১৫,৭৯৯ টাকার ধার্য করা হয়েছে। তরুণের দাবি, এত বিল আসা অসম্ভব। তাঁরা দিনের অধিকাংশ সময় বাড়িতে থাকেন না। ফলত, সারা দিনের জল খরচ হওয়ার সম্ভাবনা নেই। তা ছাড়া দু’-এক সপ্তাহ অন্তর জলও থাকে না। কখনও এক দিন, কখনও আবার দু’দিন পর জল পাওয়া যায়।

তরুণের অভিযোগ, বাড়িওয়ালার সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা করেছিলেন তিনি। কিন্তু প্রতি বার কোনও না কোনও অজুহাত দিয়ে সেই প্রসঙ্গ থেকে সরে গিয়েছেন বাড়িওয়ালা। জলের এত খরচ থেকে বাঁচতে কী করা যায়, বিলের ছবি পোস্ট করে নেটপাড়ার কাছে পরামর্শ চেয়েছেন বেঙ্গালুরুর তরুণ।

Advertisement
আরও পড়ুন