Viral Video

ক্লাসে পড়ানো নিয়ে তর্কাতর্কি থেকে পড়ুয়াদের সামনে ‘মল্লযুদ্ধে’ দুই শিক্ষক, চলল লাথি-চড়-ঘুষি! ভাইরাল ভিডিয়ো

ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন এক শিক্ষক। সেই সময় অন্য এক শিক্ষকও ক্লাসের ভিতর ঢুকে পড়েন। ক্লাসের শেষ বেঞ্চে গিয়ে বসে যান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ছাত্রছাত্রীদের পড়াতে ক্লাসে ঢুকেছিলেন এক শিক্ষক। সবেমাত্র তিনি পড়াতে শুরু করবেন, ঠিক সেই মুহূর্তে আরও এক জন শিক্ষক ক্লাসে ঢুকে পড়লেন। বইখাতা নিয়ে সে শেষ বেঞ্চে গিয়ে বসে পড়লেন। কে ক্লাস নেবেন তা নিয়েই দুই শিক্ষকের মধ্য বচসা শুরু হয়। পরে মাটিতে আছড়ে ফেলে মারপিট শুরু করে দেন তাঁরা। শিক্ষকদের এই কাণ্ড দেখে বেঞ্চে লাফ দিয়ে ক্লাস থেকে ভয়ে বেরিয়ে যায় পড়ুয়ারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ছত্তীশগঢ়ের একটি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। সম্প্রতি তার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ায় তা নিয়ে সমালোচনার ঝড় তুলেছে নেটপাড়া। ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন এক শিক্ষক। সেই সময় অন্য এক শিক্ষকও ক্লাসের ভিতর ঢুকে পড়েন।

ক্লাসের শেষ বেঞ্চে গিয়ে বসে যান তিনি। ক্লাসে এমন অনাহূত অতিথির মতো ঢুকে পড়তে দেখে তাঁর উপর খেপে যান প্রথম শিক্ষক। পড়ুয়াদের কে পড়াবেন তা নিয়েই দুই শিক্ষকের ঝামেলা বেঁধে যায়। তা হাতাহাতির পর্যায়ে পৌঁছোতে মাটিতে ফেলে লাগাতার একে অপরকে চড়-ঘুষি মেরে মারধর করতে থাকেন তাঁরা। শিক্ষকদের মারপিট দেখে ভয় পেয়ে যায় ছাত্রছাত্রীরা। বেঞ্চে লাফ দিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে তারা। শোরগোল শুনে সেখানে ছুটে যান স্কুলের এক শিক্ষক। বহু চেষ্টার পর সেই অশান্তি থামান তিনি।

Advertisement
আরও পড়ুন