Viral Video

অশ্লীল বার্তা পাঠাতেন তরুণী কর্মীকে, প্রতিবাদ করে সদলবলে এসে প্রৌঢ় মালিককে জনসমক্ষে জুতোপেটা! ভাইরাল ভিডিয়ো

সকলের সামনেই দোকানের প্রৌঢ় মালিককে জুতো দিয়ে পেটাতে শুরু করলেন তরুণী। রাগে-উত্তেজনায় কেঁদে ফেললে সেখান থেকে সরে যান তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিনের পর দিন তরুণী সহকর্মীকে অশ্লীল বার্তা পাঠাতেন দোকানের মালিক। সহ্যের সীমা পেরিয়ে যেতেই রেগে আগুন হয়ে গেলেন তরুণী। দোকানে প্রবেশ করে তাঁর মালিককে জুতো দিয়ে মারতে শুরু করলেন তিনি। মারধর করতে করতে রাগে-উত্তেজনায় কেঁদেও ফেললেন তরুণী। পরে জনসমক্ষে তরুণীর পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন দোকানের মালিক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার এই ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণের পূর্ব কল্যাণের কোলসেওয়াড়ি এলাকায় ঘটেছে। সেখানকার এক দোকানে কাজ করেন সেই তরুণী। তরুণীর অভিযোগ, দিনের পর দিন নাকি তাঁকে অশ্লীল বার্তা পাঠাতেন দোকানের মালিক। শনিবার সদলবলে দোকানে হাজির হন তিনি।

দোকানের মালিক তখন ভিতরে বসেছিলেন। সঙ্গে ছিলেন দোকানের এক কর্মীও। সকলের সামনেই মালিককে জুতো দিয়ে পেটাতে শুরু করলেন তরুণী। রাগে-উত্তেজনায় কেঁদে ফেললে সেখান থেকে সরে যান তিনি। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরাও প্রৌঢ় মালিকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ধমকের সুরে তরুণীর পা ধরে ক্ষমা চাইতে বলা হয় দোকানের মালিককে। ভয়ে কাঁচুমাচু হয়ে সকলের সামনে তরুণীর পায়ে লুটিয়ে ক্ষমা চান সেই প্রৌঢ়।

Advertisement
আরও পড়ুন