viral video

সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেলেন যুবক, পার্টিতে মশগুল বন্ধুদের হুঁশ ফিরল দেহ ভেসে ওঠার পর!

উত্তরপ্রদেশের কানপুরে সুইমিং পুলে পার্টি করতে নেমে মৃত্যু হল ২৪ বছরের তরুণের। ২ মিনিট ধরে সাঁতার কাটার চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারেননি শিখর সিংহ নামের ওই যুবক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:৫৩
CCTV footage showed 24-year-old man drowned in a swimming pool

ছবি: সংগৃহীত।

সুইমিং পুলে নেমে বন্ধুদের সঙ্গে জলকেলিতে মেতেছিলেন তরুণ। পার্টির আনন্দে মশগুল হয়ে পুলের গভীর অংশের দিকে চলে যান ২৪ বছরের ওই তরুণ। আনন্দ-হুল্লোড়ে সকলে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে ডুবতে বসা তরুণের দিকে খেয়াল করেননি তাঁরা। ২ মিনিট ধরে সাঁতার কাটার চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারেননি শিখর সিংহ নামের ওই যুবক। শিখরকে নড়াচড়া করতে না দেখে সন্দেহ হয় বন্ধুদের।

Advertisement

দ্রুত তাঁকে জল থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা শিখরকে মৃত বলে ঘোষণা করেন। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। মর্মান্তিক এই ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও সে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ‘আদিল_পাঠান’ নামের এক্স হ্যান্ডল থেকে ফুটেজটি প্রকাশিত হয়েছে। ২৩ জুনের সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রাতের দিকে পুলে পার্টিতে করতে নেমেছেন কয়েক জন তরুণ। সেখানে শিখরকেও দেখা গিয়েছে সাঁতার কাটতে কাটতে তিনি জলে ডুব দেন। তার পরই হঠাৎ করেই তিনি জলে ডুবে যান। পা উপরের দিকে উঠে যায়।

মিনিট দুই সময় ধরে সাঁতার কাটার চেষ্টা করেছিলেন। হাবুডুবু খেতে খেতে তিনি মুখ গুঁজে জলের নীচে ডুবতে থাকেন। জলের উপরে ভেসে উঠতে পারেননি শিখর। নিজেদের মতো জলে হইচই করতে করতে মগ্ন থাকা শিখরের বন্ধুরা লক্ষ করেননি যে তিনি ডুবে যাচ্ছেন। শিখর পরিবারের একমাত্র সন্তান ছিলেন। যশোদা নগর এলাকায় থাকতেন বাবা-মায়ের সঙ্গেই। তিনি ঠিকাদারির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। শিখরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন