Viral Video

পরীক্ষাকেন্দ্রে দেরি করে পৌঁছেছেন, গেট বন্ধ হয়ে যাওয়ায় ‘সুড়ঙ্গ’ খুঁড়ে ঢুকলেন দ্বাদশ শ্রেণির ছাত্রী

‘আপনা নওয়াদা’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রবিবার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। তিন কোটিরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩২
Class 12 student from Bihar dig a hole to enter into exam centre, Video goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছেছিলেন ছাত্রী। গেট বন্ধ করে দিয়েছিলেন রক্ষীরা। উপায় না পেয়ে গেটের সামনে ‘সুড়ঙ্গ’ খুঁড়ে পরীক্ষা দিতে ঢুকলেন দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে বিহারের একটি স্কুলে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটিকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। তৈরি হয়েছে বিতর্কও (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। আর পরীক্ষা শুরুর প্রথম দিনেই ওই ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিহারের একটি স্কুলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। স্কুলের গেট বন্ধ করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। গেটের বাইরে অভিভাবকদের জটলা। সেই সময়ই পরিবারের সদস্যদের সঙ্গে হন্তদন্ত হয়ে ওই স্কুলের বাইরে পৌঁছন এক ছাত্রী। দেরিতে পৌঁছনোয় স্কুলের ভিতরে প্রবেশ করতে পারেননি তিনি। নিরুপায় হয়ে বন্ধ গেটের নীচের মাটি হাতে করে খুঁড়তে শুরু করেন তিনি। এর পর ওই ছাত্রী গেটের নীচে শরীর গলিয়ে ওই গর্ত দিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করেন। তা দেখে স্কুল গেটের বাইরে উপস্থিত জনতা হইহই করে চিৎকার করতে শুরু করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘আপনা নওয়াদা’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রবিবার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। তিন কোটিরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। অনেকে আবার ছাত্রীর উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন। তবে বিহারে শিক্ষাব্যবস্থার হাল নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

Advertisement
আরও পড়ুন