Viral Video

বিমানে তরুণী সহযাত্রীর কাঁধে মুখ গুঁজে গোবিন্দ! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নায়ককে সাবধান করে দিল নেটপাড়া

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্যুটবুট পরে বিমানে সফর করছেন গোবিন্দ। তাঁর ‘লুকে’ সামান্য বদল। সরু গোঁফ রেখেছেন অভিনেতা। বিমানে গোবিন্দের ঠিক পাশের আসনে বসে রয়েছেন এক তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১০:০১
Controversy started after video shows actor Govinda leaning on young girl’s shoulder in a plane

ছবি: সংগৃহীত।

বিমানে পাশের আসনে বসা তরুণী সহযাত্রীর কাঁধে মাথা গুঁজে বসে রয়েছেন। আবার মাথা তুলে হাসছেন ক্যামেরার দিকে তাকিয়ে। গোবিন্দের এ-হেন একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আর তার পরেই নেটাগরিকদের সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান বলি অভিনেতা। কেউ কেউ তাঁকে ‘হিরো নম্বর ওয়ান’-এর বদলে ‘অদ্ভুত নম্বর ওয়ান’ তকমাও দিয়েছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্যুটবুট পরে বিমানে সফর করছেন গোবিন্দ। তাঁর ‘লুকে’ সামান্য বদল। সরু গোঁফ রেখেছেন অভিনেতা। বিমানে গোবিন্দের ঠিক পাশের আসনে বসে রয়েছেন এক তরুণী। হঠাৎ করেই ওই তরুণীর কাঁধে মাথা এলিয়ে দেন তিনি। তরুণী আপত্তি না করে হাসতে থাকেন। কয়েক মুহূর্ত পরে তরুণীর কাঁধ থেকে মাথা তুলে গোবিন্দও ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বলি ব্লাইন্ডস অ্যান্ড গসিপ’ নামের রেডিট অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার সমালোচনা করেছেন গোবিন্দের। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ হিরো নম্বর ওয়ান নয়, অদ্ভুত নম্বর ওয়ান। নিজেকে কী ভাবে কে জানে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ওই মেয়েটি নাবালিকা নয় তো, দেখে তো বেশি বয়স মনে হচ্ছে না। তা হলে কিন্তু বিপদ! সাবধান।’’ যদিও নেটাগরিকদের একাংশ মনে করেছেন পুরো বিষয়টি সাজানো। কারও কারও মতে আবার, ভিডিয়োতে যাঁকে দেখা যাচ্ছে তিনি গোবিন্দ নন, অভিনেতার মতো দেখতে কেউ।

Advertisement
আরও পড়ুন