Viral Video

আগ্নেয়গিরি থেকে বেরোচ্ছে গনগনে আগুনের আঁচ, বাতাসে অ্যাসিড! জীবন্ত অবস্থায় ‘নরকদর্শন’ ভারতীয় তরুণের

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আগ্নেয়গিরির মুখের একদম কাছে চলে গিয়েছেন আকাশ। আগ্নেয়গিরির ওই মুখে হলুদ লাভা দেখা যাচ্ছে। ফুটন্ত লাভার আওয়াজও শোনা যাচ্ছে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন ভারতীয় ভ্লগার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ০৭:৫৯
Video shows Indian blogger went to Danakil Depression in Ethiopia

ছবি: ইনস্টাগ্রাম।

সামনে গনগনে আগুনের আঁচ, বাতাসে অ্যাসিড! তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রচণ্ড গরম হাওয়ার হলকা এসে লাগছে চোখে-মুখে। জীবিত অবস্থাতেই ‘নরকদর্শন’ করে এলেন একজন ভারতীয় ভ্লগার। সমাজমাধ্যম ইনস্টাগ্রামে অন্তত তেমনটাই জানিয়েছে তিনি। একটি ভিডিয়োও পোস্ট করেছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভারতীয় ওই ভ্লগারের নাম আকাশ চৌধরি। ইনস্টাগ্রামে তাঁর ৬ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। সম্প্রতি ‘ডানাকিল ডিপ্রেশন’-এ ঘুরতে গিয়েছিলেন আকাশ। ‘ডানাকিল ডিপ্রেশন’ ইথিওপিয়ার একটি আগ্নেয়গিরি অঞ্চল যা চরম তাপমাত্রা, ভূতাত্ত্বিক কার্যকলাপ এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৫ মিটার নীচে অবস্থিত ওই অঞ্চলকে বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান হিসাবেও বিবেচনা করা হয়। বছরের বেশির ভাগ সময় ‘ডানাকিল ডিপ্রেশন’-এ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আগ্নেয়গিরির মুখের একদম কাছে চলে গিয়েছেন আকাশ। আগ্নেয়গিরির ওই মুখে হলুদ লাভা দেখা যাচ্ছে। ফুটন্ত লাভার আওয়াজও শোনা যাচ্ছে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন ভারতীয় ভ্লগার। তিনি জানিয়েছেন, ওই এলাকাটি লবণাক্ত মাটি, জীবন্ত আগ্নেয়গিরি, অ্যাসিড ও সালফারে ভরা। বিপজ্জনক পরিবেশের কারণে মুখে রুমালও বেঁধে নিতে দেখা গিয়েছে তাঁকে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে আকাশের ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘কাশ¬_চৌধরি’ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ আবার আকাশের সাহসের প্রশংসা করেছেন।

Advertisement
আরও পড়ুন