জেব্রাকে শিকার করার চেষ্টা করেছিল কুমির। প্রতীকী ছবি।
খিদে পেয়েছে খুব। হাতের সামনে খাবারও রয়েছে। কিন্তু সেই খাবার খেতে পারলেন না। কেমন লাগবে বলুন? নিশ্চয়ই মেজাজ বিগড়ে যাবে আপনার। ঠিক এমনটাই হয়েছে এক কুমিরের ক্ষেত্রে।
রীতিমতো ওঁত পেতেছিল সে। তক্কে তক্কে ছিল কখন সে শিকার ধরবে। কিন্তু যেমনটা আমরা ভাবি, তেমনটা কি সব সময় হয়! জলে নেমেছিল একটি জেব্রা। জল মানেই যাকে ঘিরে সবচেয়ে বেশি ভয় থাকে, সেই কুমিরটি তখন ওঁত পেতে ছিল। তাকে যে শিকার করার ছক কষেছে কুমিরটি, তা টের পায়নি জেব্রা।
জল থেকে তখন ধীরে ধীরে হেঁটে ডাঙায় উঠছে জেব্রাটি। আর সন্তর্পণে তার পিছু নিয়েছে কুমির। এমন সময় জেব্রাটিকে ধরতে গিয়েই মুখ ফসকালো কুমিরের।
I have never seen a frustrated croc before
— Funny Animals (@Funnywows) April 30, 2023pic.twitter.com/qmiNc1Q8jg
তত ক্ষণে জল পেরিয়ে ডাঙায় উঠে পড়ল জেব্রাটি। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।