ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাড়ির পিছনে সাদা রঙে লেখা ‘দাউদ’ স্টিকার। ব্যস্ত রাস্তা দিয়ে নির্দিষ্ট গতি মেনেই গাড়ি চালাচ্ছিলেন চালক। কিন্তু হঠাৎ করে সাপের মতো এঁকেবেঁকে চলতে শুরু করল গাড়িটি। বিপজ্জনক ভাবে রাস্তার এক দিক থেকে অন্য দিকে চলে গেল। সেই গাড়ির পিছনে ছিল অন্য এক গাড়ি। সেই গাড়ির চালক ‘দাউদ’-এর স্টিকার লাগানো গাড়িটির গতিবিধির ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কপিল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ব্যস্ত রাস্তায় চলছিল একটি কালো রঙের স্করপিও। তার পিছনে স্টিকার লাগানো। লেখা ‘দাউদ’। মাঝরাস্তায় হঠাৎ সাপের মতো এঁকেবেঁকে চলতে শুরু করল গাড়িটি। গাড়ির চালক বিপজ্জনক ভাবে রাস্তার এক দিক থেকে গাড়ি চালিয়ে অন্য দিকে চলে গেলেন। এই ঘটনাটি দিল্লিতে ঘটেছে।
বিপজ্জনক ভাবে ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর এই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা ট্রাফিক পুলিশের নজরে পড়ে। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা জানতে চেয়েছে তারা। নেটাগরিকদের অধিকাংশ কটাক্ষ করে লিখেছেন, ‘‘এমন ভাবে গাড়ি চালালে যে কোনও মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’ এক নেটাগরিক অবশ্য মজা করে লিখেছেন, ‘‘দাউদের গাড়ি বলে কথা! একটু বিপজ্জনক ভাবে গাড়ি না চালালে হয়!’’