Viral Video

খাবার ডেলিভারি করতে গিয়ে বিকল হল যন্ত্র, রোবটকে দুমড়েমুচড়ে দিয়ে বেরিয়ে গেল ট্রেন, ভাইরাল ভিডিয়ো

একটি রোবট বিকল হয়ে রেললাইনের উপর স্থির হয়ে দাঁড়িয়েছিল। তখনই রেললাইনের উপর দিয়ে একটি ট্রেন ছুটে যাচ্ছিল। রোবটটিকে দুমড়েমুচড়ে দিয়ে সেখান থেকে চলে যায় ট্রেনটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:৫৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতে খাবার ডেলিভারি করতে বেরিয়েছিল একটি রোবট। কিন্তু মাঝরাস্তায় যন্ত্র যায় বিকল হয়ে। রেললাইনের উপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে রোবটটি। ঠিক সেই মুহূর্তে তীব্র গতিতে ছুটে যাচ্ছিল একটি ট্রেন। মাঝপথে আর ব্রেক কষার উপায় ছিল না। রোবটটির উপর দিয়েই ট্রেন ছুটে চলে যায়। দুমড়েমুচড়ে যায় ডেলিভারি রোবটটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডেক্সার্টো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি রোবট বিকল হয়ে রেললাইনের উপর স্থির হয়ে দাঁড়িয়েছিল। তখনই রেললাইনের উপর দিয়ে একটি ট্রেন ছুটে যাচ্ছিল। রোবটটিকে দুমড়েমুচড়ে দিয়ে সেখান থেকে চলে যায় ট্রেনটি। এই ঘটনাটি বৃহস্পতিবার মায়ামিতে ঘটেছে। এই দৃশ্যটি নজরে পড়ে সেখানকার এক বাসিন্দা গুলের্মো দাপেলোর। রাত ৮টার সময় পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন তিনি।

তখন তিনি দেখেন, রেললাইনের উপর একটি ডেলিভারি রোবট দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছু ক্ষণ স্থির ভাবে এক জায়গায় দাঁড়িয়েছিল রোবটটি। তা দেখে রোবট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। কিন্তু সংস্থার তরফে কেউ আসার আগেই একটি ট্রেন তীব্র বেগে ছুটে আসে। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় রোবটটি।

এই ঘটনার উল্লেখ করে রোবট প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয় যে, হার্ডঅয়্যারের সমস্যার জন্য রোবটটি মাঝপথে বিকল হয়ে গিয়েছিল। সে কারণেই রেললাইনের উপর হঠাৎ দাঁড়িয়ে পড়েছিল রোবটটি। সংস্থার কোনও কর্মী ঘটনাস্থলে পৌঁছে রোবটটি সরানোর আগেই দুর্ঘটনাটি ঘটে যায়।

Advertisement
আরও পড়ুন