Viral Video

রাস্তার ধারে স্ত্রীকেই হেনস্থা! মত্ত সাব-ইনস্পেক্টরের কাণ্ডে হইচই, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারের বাসস্ট্যান্ডের বেঞ্চে বসে রয়েছেন এক মত্ত যুবক। তাঁর পরনে পুলিশের পোশাক। যুবকের পাশেই বসে রয়েছেন এক মহিলা। হঠাৎ করেই ওই মহিলাকে নিজের দিকে টেনে হেনস্থা শুরু করেন যুবক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৫
Drunk cop in Uttar Pradesh disturbs wife in public, suspended after video became viral

—প্রতীকী ছবি।

মত্ত অবস্থায় রাস্তার ধারে স্ত্রীকেই হেনস্থা! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সাসপেন্ড করা হল পুলিশের এক এসআইকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জে। অভিযুক্ত সাব-ইনস্পেক্টর কাসগঞ্জ থানাতেই কর্তব্যরত। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়ো। আর তার পরেই প্রশাসনের তরফে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারের বাসস্ট্যান্ডের বেঞ্চে বসে রয়েছেন এক মত্ত যুবক। তাঁর পরনে পুলিশের পোশাক। যুবকের পাশেই বসে রয়েছেন এক মহিলা। হঠাৎ করেই ওই মহিলাকে নিজের দিকে টেনে হেনস্থা শুরু করেন যুবক। এক পথচারী ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। পরে জানা যায়, ওই যুবক কাসগঞ্জ থানার এসআই এবং মহিলা তাঁরই স্ত্রী। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অভিযুক্ত এসআইকে অবিলম্বে সাসপেন্ড করা হয়। কাসগঞ্জ থানার তরফে বিবৃতিও জারি করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

ভিডিয়োটি ‘ডিম্পি’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়ো দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ওই এসআইয়ের শাস্তির দাবিতেও সরব হয়েছেন তাঁরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অভিযুক্ত এসআইকে পুলিশ থেকে বরখাস্ত করা উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘শুধু বরখাস্ত করা যথেষ্ট নয়। নিজের স্ত্রীকেই সম্মান করতে পারে না, অন্য মহিলাদের আর কী রক্ষা করবে?’’

Advertisement
আরও পড়ুন