Viral Video

২৭০ কেজির রড পড়তেই ভাঙল ঘাড়, মুহূর্তে মৃত্যু! পাওয়ারলিফ্টার যষ্টিকার শেষ ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ২৭০ কেজি ওজনের একটি বারবেল কাঁধের উপর তুলে রেখেছেন যষ্টিকা। তাঁর ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছেন প্রশিক্ষক। ওজন তোলার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৪
How 270 kg rod falls on Powerlifter Yashtika Acharya’s neck, viral video

ছবি: এক্স থেকে নেওয়া।

অনুশীলনে সময় ২৭০ কেজি ওজনের বারবেল পড়ে মৃত্যু হয়েছে ভারতের ১৭ বছর বয়সি স্বর্ণপদকজয়ী পাওয়ারলিফ্টার যষ্টিকা আচার্যের। মঙ্গলবার রাজস্থানের বিকানেরে ঘটনাটি ঘটেছে। সেই সময় বিকানেরের একটি জিমে ছিলেন যষ্টিকা। প্রশিক্ষকের সঙ্গে ভরোত্তলনের অনুশীলন করছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে। সেই দুর্ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ২৭০ কেজি ওজনের একটি বারবেল কাঁধের উপর তুলে রেখেছেন যষ্টিকা। তাঁর ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছেন প্রশিক্ষক। ওজন তোলার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। প্রশিক্ষকও ওজন সামলাতে পারেননি। ফলে বারবেল যষ্টিকার ঘাড়ের উপর পড়ে যায়। ঘাড় ভেঙে যায় তাঁর। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি। বারবেল ছিটকে যষ্টিকার প্রশিক্ষকের মুখেও লাগে। তিনিও আহত হন। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

দুর্ঘটনার পরে পরেই যষ্টিকাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি। বিকানেরের নয়া শহরের এসএইচও বিক্রম তিওয়ারি যষ্টিকার মৃত্যুর খবর জানান। যষ্টিকার পরিবারের পক্ষ থেকে এই নিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে।

ভাইরাল ভিডিয়োটি ‘সচিন গুপ্তা’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই যষ্টিকার জন্য দুঃখপ্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। অনুশীলনের সময় যেন ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা করা হয়।

Advertisement
আরও পড়ুন