Viral Video

নিজের দাঁত দিয়ে নিজেরই শুঁড় বিদ্ধ করল হাতি! খেতে, শ্বাস নিতে না পেরে ছটফট করল তিন দিন, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি কেনিয়ার সাভোয় ঘটেছে। দুর্ঘটনাবশত শুঁড়ের মধ্যে নিজেরই দাঁত গেঁথে ফেলে একটি বড় হাতি। ফলে হাতিটির খাবার-জল খেতে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:২৮
Elephant injures Trunk with own tusk in Kenya, Rescued later

আহত হাতি। ছবি: ইনস্টাগ্রাম।

নিজের দাঁত দিয়ে নিজেরই শুঁড় বিদ্ধ করল একটি হাতি! ছটফট করতে থাকল যন্ত্রণায়। অবশেষে দু’জন পশুচিকিৎসক এসে হাতিটির দাঁত, শুঁড় থেকে বার করতে সক্ষম হন। উদ্ধার করেন হাতিটিকে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে কেনিয়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি কেনিয়ার সাভোয় ঘটেছে। দুর্ঘটনাবশত শুঁড়ের মধ্যে নিজেরই দাঁত গেঁথে ফেলে একটি বড় হাতি। ফলে হাতিটির খাবার-জল খেতে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রায় তিন দিন ওই অবস্থাতেই ছিল হাতিটি। যন্ত্রণায় ছটফট করছিল সে। খবর পেয়ে হাতিটিকে উদ্ধারের জন্য পশুচিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়। পশুচিকিৎসকেরা প্রথমে হাতিটিকে শান্ত করার চেষ্টা করেন। তার পর নিরাপদে ছুরি দিয়ে আটকে থাকা শুঁড়টিকে সাবধানে দাঁত থেকে বার করে আনেন। এর পর ক্ষতস্থান পরিষ্কার করে সেখানে ওষুধ লাগিয়ে দেন চিকিৎসকেরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। পশুচিকিৎসকেরা নিশ্চিত করেছেন, ক্ষতটি গুরুতর হলেও কিছু দিনের মধ্যে সেটি সেরে যাবে। এক চিকিৎসক বলেছেন, ‘‘হাতিটির চিকিৎসা না করা হলে মারাত্মক পরিণতি হতে পারত।’’

হাতিটিকে উদ্ধারের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শেলড্রিকট্রাস্ট’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাতিটির অবস্থা ভেবে দুঃখপ্রকাশ করেছেন নেটাদগরিকেরা। অনেকে আবার হাতিটিকে উদ্ধারকারী চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Advertisement
আরও পড়ুন