Viral Video

১৩টি গয়নার দোকান, ছ’টি রেস্তরাঁ, চারটি সুপারমার্কেটের মালিক, তার পরেও অ্যাপ ক্যাব চালান ব্যবসায়ী! কেন? ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্যাবে বসে রয়েছেন ভারতীয় উদ্যোক্তা নভ শাহ। ক্যাবটি চালাচ্ছেন এক বৃদ্ধ। বৃদ্ধ জানান, তাঁর বয়স ৮৬ বছর। পাশাপাশি বৃদ্ধ এ-ও দাবি করেন, তিনি এক জন সফল ব্যবসায়ী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১২:৫৮
Indian entrepreneur shares inspiring story old businessman from Fiji who drive app cab to fund women’s education

ছবি: ইনস্টাগ্রাম।

রয়েছে ১৩টি গয়নার দোকান, ছ’টি রেস্তরাঁ, একটি স্থানীয় সংবাদপত্র এবং চারটি সুপারমার্কেট। বছর ঘুরলে তাঁর সংস্থার আয় ১৭.৫ কোটি ডলার! বিত্তশালী সেই ব্যবসায়ীই রাস্তায় রাস্তায় ঘুরে অ্যাপ ক্যাব চালাচ্ছেন! তেমনটাই ধরা পড়ল ভারতীয় উদ্যোক্তা নভ শাহের ক্যামেরায়।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন শাহ। সেখানে দেখা যায়, অ্যাপ ক্যাবে ভ্রমণ করছেন তিনি। গাড়িটি চালাচ্ছেন ৮৬ বছর বয়সি এক চালক। ওই বৃদ্ধের দাবি, তিনি একজন সফল ব্যবসায়ী। কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। কিন্তু বিশেষ এক কারণে অ্যাপ ক্যাব চালান তিনি। শাহের পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফিজি গিয়ে একটি ক্যাবে বসে রয়েছেন নভ। ক্যাবটি চালাচ্ছেন এক বৃদ্ধ। বৃদ্ধ জানান, তাঁর বয়স ৮৬ বছর। পাশাপাশি বৃদ্ধ এ-ও দাবি করেন, তিনি একজন সফল ব্যবসায়ী। তিন কন্যা রয়েছে তাঁর। তাঁরাও স্ব-স্ব ক্ষেত্রে সফল। গত এক দশক ধরে প্রতি বছর ২৪ জন মেয়ের শিক্ষার খরচ বহন করেন তিনি। আর সেই খরচ তিনি চালান অ্যাপ ক্যাব চালিয়ে করা আয় থেকে। ওই মেয়েগুলির স্বপ্নপূরণে সাহায্য করার জন্যই নাকি তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন।

পাশাপাশি, ভাইরাল ভিডিয়োয় বৃদ্ধকে এ-ও দাবি করতে শোনা গিয়েছে যে, তিনি ১৩টি গয়নার দোকান, ছ’টি রেস্তরাঁ, একটি স্থানীয় সংবাদপত্র এবং চারটি সুপারমার্কেটের মালিক। ১৯২৯ সালে তাঁর বাবা সেই সব ব্যবসা শুরু করেছিলেন। পরে তিনি হাল ধরেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে নভেরই ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। হইচইও পড়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বৃদ্ধের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বৃদ্ধ যা দাবি করেছেন তা যদি সত্যি হয়, তা হলে তিনি দেবতা। এ রকম মানুষ এখনকার দিনে আর দেখতে পাওয়া যায় না।’’

Advertisement
আরও পড়ুন