Bizarre

এক কাপ কফির থেকেও কম দামে হোটেল ভাড়া! বিদেশভ্রমণে গিয়ে অভিনব উপায়ে ঘর পেলেন তরুণ

বেড়াতে গিয়ে হোটেলে একটি ‘সুপিরিয়র ডাবল বা টুইন রুম’ বুক করেছিলেন এক তরুণ । সেই হোটেলে থাকার ঘর ছাড়াও বিনামূল্যে ওয়াইফাই, পার্কিং, ২৪ ঘণ্টার চেক-ইনের সুবিধার মতো পরিষেবা পেয়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১০:৪৯
hotel room cheaper than a cup of coffee

ছবি: প্রতীকী।

এক কাপ কফির দামে বিদেশের একটি হোটেল বুক করে ফেলেছিলেন এক ভারতীয় তরুণ। সমস্ত কর-সহ এক রাতের জন্য তিনি হোটেলটি ভাড়া নিয়েছিলেন মাত্র ১৫৯.০২ টাকায়। একটি ‘সুপিরিয়র ডাবল বা টুইন রুম’ বুক করেছিলেন তরুণ । সেই হোটেলে থাকার ঘর ছাড়াও বিনামূল্যে ওয়াইফাই, পার্কিং, ২৪ ঘণ্টার চেক-ইনের সুবিধার মতো পরিষেবা পেয়েছিলেন তিনি। সবই কোনও বড়সড় রেস্তরাঁর এক কাপ কফির দামের চেয়ে সস্তা দামে। রেডিট ব্যবহারকারী এক তরুণ জানিয়েছেন, ভিয়েতনামের ফু কোক নামের একটি জায়গায় বেড়াতে গিয়ে লিফ হোটেলে মাত্র ১৫৯.০২ টাকায় ঘর বুক করেছেন। তাও পুরো এক রাতের জন্য। তাই এই পোস্টটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা রেডিট ব্যবহারকারীদের মধ্যে ঝড় তুলে দিয়েছে। এত কম টাকায় বিদেশের মাটিতে ঘর বুক করতে পারার অভিজ্ঞতাটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটাগরিকদের মধ্যে।

Advertisement

তরুণ লিখেছেন, হোটেলের যে ঘরটি তিনি বেছে নিয়েছেন তার আসল দাম ছিল ৫৭৮.২৪ টাকা। সেই ঘরটি বুক করার সময় ৭৫ শতাংশের বিপুল ছাড় পেয়েছেন তিনি। এর ফলে খরচ মাত্র ১৪৪.৫৬ টাকায় নেমে এসেছে। ১৪.৪৬ টাকা কর এবং অন্যান্য ফি যোগ করার পর তা শেষমেশ ১৫৯.০২ টাকায় এসে দাঁড়ায়। এই অঙ্কের মূল্য ভিয়েতনামি মুদ্রায় ৪৮ হাজার ডংয়ের কাছাকাছি।

তরুণের এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমাজমাধ্যমে। কেউ কেউ এটিকে হোটেলের নিজস্ব ব্যবস্থাপনার ভুল বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ মনে করেছেন যে এটি ফু কোক-এর হোটেলগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতার ফল। জনপ্রিয় সমুদ্রসৈকত গন্তব্য হওয়ার কারণে সেখানে প্রচুর হোটেল রয়েছে। নেটাগরিকদের অনেকে মনে করছেন, তাই গ্রাহক টানার জন্য ভাড়ায় প্রচুর ছাড় দিতে বাধ্য হয় হোটেলগুলি।

Advertisement
আরও পড়ুন