Google Map

গুগ্‌ল ম্যাপের গুগলি! বিয়ে করতে বেরিয়ে ৭০ কিমি উজিয়ে ভুল মন্দিরে পৌঁছোলেন বর ও বরযাত্রী, তার পর?

বর তাঁর পরিবার এবং বন্ধুদের সঙ্গে কিঝুর মহাবিষ্ণু মন্দিরে বিয়ের জন্য যাত্রা শুরু করেছিলেন। জিপিএস নেভিগেশনের ত্রুটির কারণে তাঁরা ভুল করে ভাদাকারার পায়োলিতে কিঝুর শিব মন্দিরে পৌঁছে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১২:৪৬
Kerala groom blindly followed Google Maps

—প্রতীকী ছবি।

অচেনা জায়গায় পৌঁছোতে হলে আমরা অনেক সময় চোখ বন্ধ করে ভরসা করি গুগ্‌ল ম্যাপ বা জিপিএসের উপর। মাঝেমাঝেই সেই ভরসা আমাদের বিপদের দিকে ঠেলে দেয়। তেমনই একটি ঘটনা ঘটল কেরলের বাসিন্দা এক তরুণের সঙ্গে। জিপিএসের বদান্যতায় বিয়ে করার জন্য বেরিয়ে বিবাহের মণ্ডপ থেকে ৭০ কিলোমিটার দূরে পৌঁছে গেলেন বর। তিরুঅনন্তপুরমের বিষ্ণু মন্দিরে বিয়ে করতে গিয়ে হাজির হলেন শিব মন্দিরে। গুগ্‌ল ম্যাপের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে তার জীবনের সবচেয়ে বিশেষ দিনটি পরিণত হয়েছিল ঝঞ্ঝাটে।

Advertisement

ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার ২৯ এপ্রিল। বর, তাঁর পরিবার এবং বন্ধুদের সঙ্গে কিঝুর মহাবিষ্ণু মন্দিরে বিয়ের জন্য যাত্রা শুরু করেছিলেন। জিপিএস নেভিগেশনের ত্রুটির কারণে তাঁরা ভুল করে ভাদাকারার পায়োলিতে কিঝুর শিব মন্দিরে পৌঁছে যান। তাঁদের বিয়ের লগ্ন ছিল সকাল সাড়ে দশটায়। কনের পরিবারের দেওয়া যাত্রাপথের নির্দেশ অনুসরণ না করে, বরের এক আত্মীয় গুগ্‌ল ম্যাপে ভুল গন্তব্য বেছে নেন। এর ফলে ভুল জায়গায় পৌঁছে যান বর ও বরযাত্রীরা। শিব মন্দিরে পৌঁছে তাঁরা কনের পরিবারকে ফোন করে জানান তাঁরা বিবাহের স্থানে চলে এসেছেন। কনেপক্ষ জানান তাঁরাও মন্দিরে অপেক্ষা করছেন। মন্দিরে কেউ কাউকে খুঁজে না পেয়ে হতবাক হয়ে যান।

এর পরই চরম বিভ্রান্তির মুহূর্ত তৈরি হয়। বরের পরিবার মন্দিরে প্রবেশ করে অবাক হন কারণ সেখানে বিয়ের কোনও সাজসজ্জা ছিল না, কোনও অতিথিও চোখ পড়েনি বরের পরিবারের। সবচেয়ে বড় কথা, সেখানে কনের দেখা পাননি তাঁরা। তখনই তাঁরা বুঝতে পারেন যে ভুল রাস্তায় চলে এসেছেন সকলে। এই বিভ্রান্তির ফলে উভয় পরিবারই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ায় কনে ও তাঁর পরিবার অস্থির হয়ে ওঠেন। তিন ঘণ্টা পর বর ও বরযাত্রী সঠিক গন্তব্যে পৌঁছোন ও সুষ্ঠু ভাবে বিয়ে সম্পন্ন হয় বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন