Bizarre

‘এ তো আমার বৌ’! অনলাইনে আলাপ হওয়া প্রেমিকার সঙ্গে দেখা করে ভ্যাবাচাকা খেলেন যুবক, তার পর...

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি বেসরকারি সংস্থায় কর্মরত ওই যুবকের বিয়ে হয় কয়েক বছর আগে। কিন্তু ধীরে ধীরে তাঁদের সম্পর্কে অবনতি হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে স্বামীর আচরণে পরিবর্তন অনুভব করতে শুরু করেন স্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৬:১৪
Man from Madhya Pradesh went to meet girlfriend he met online, but it turns out to be his wife

—প্রতীকী ছবি।

অনলাইনে তরুণীর সঙ্গে কথাবার্তা। মনে ধরার পর প্রেমবিনিময়ও হয়। কিন্তু অনলাইনে হওয়া সেই প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েই বাধল বিপত্তি। যুবক দেখলেন, যাঁর সঙ্গে এত দিন অনলাইনে কথা বলছিলেন, তিনি তাঁরই স্ত্রী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রের মাধোগঞ্জ এলাকায়। সেই ঘটনার খবর নেটমাধ্যমে প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি বেসরকারি সংস্থায় কর্মরত ওই যুবকের বিয়ে হয় কয়েক বছর আগে। কিন্তু ধীরে ধীরে তাঁদের সম্পর্কে অবনতি হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে স্বামীর আচরণে পরিবর্তন অনুভব করতে শুরু করেন স্ত্রী। ওই যুবক নাকি সবসময়ই ফোন ঘাঁটতেন। কাউকে ফোনে হাত দিতে দিতেন না। গভীর রাত অবধি হোয়াটস্‌অ্যাপে মেসেজ করতেন। সব মিলিয়ে সন্দেহ দানা বাঁধে যুবকের স্ত্রীর মনে। যদিও ওই যুবক তাঁর স্ত্রীকে আশ্বস্ত করেছিলেন।

তবে যুবকের আশ্বাস সত্ত্বেও তরুণীর সন্দেহ দূর হয়নি। সত্য উন্মোচনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন তিনি। সেই মতো পরিকল্পনাও করেন। অন্য একটি মোবাইল নম্বর ব্যবহার করে সমাজমাধ্যমে ভুয়ো প্রোফাইল তৈরি করেন তিনি। অন্য মহিলার ছদ্মবেশে স্বামীকে মেসেজ করতে শুরু করেন। স্ত্রীর দেওয়া ‘টোপ’ গিলে ফেলেন যুবক। কিছু দিন কথাবার্তা এগোনোর পর ছদ্মবেশী স্ত্রীকে প্রেম নিবেদনও করে ফেলেন। পরিকল্পনা করেন রেস্তরাঁয় দেখা করার। তবে দেখা করতে যাওয়ার পরেই বিপত্তি বাধে। স্ত্রীকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যান যুবক। হাতেনাতে ধরা পড়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন স্ত্রীর দিকে।

তবে কিছু ক্ষণের মধ্যেই পুরো বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে। তর্কাতর্কি গড়ায় থানা পর্যন্ত। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপ মিটমাট হয় দম্পতির। একে অপরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না-নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন