Viral Video

লাহৌরের রেস্তরাঁয় খানাপিনা, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কন্যার সঙ্গে আলাপ, জ্যোতির নতুন ছবি-ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রেস্তরাঁয় ঢুকছেন জ্যোতি। এক দল যুবক-যুবতীর সঙ্গে গল্প করতে করতে খোশমেজাজে খাবার খাচ্ছেন। দাবি, যে রেস্তরাঁয় বসে জ্যোতি খাচ্ছেন সেটি লাহৌরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১০:৫৫
Viral post claims Jyoti Malhotra ate in Lahore restaurant and met Maryam Nawaz

ছবি: সংগৃহীত।

লাহৌরের রেস্তরাঁয় গল্প করতে করতে খাচ্ছেন, দেখা করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের কন্যার সঙ্গে। পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার হওয়া ভারতীয় নেটপ্রভাবী জ্যোতি মলহোত্রের একাধিক ছবি-ভিডিয়ো নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতির সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার গ্রেফতার হয়েছেন নেটপ্রভাবী। জ্যোতি-কাণ্ড ইতিমধ্যেই দেশ জুড়ে হইচই ফেলেছে। প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য। তার মধ্যেই এই নতুন ছবি এবং ভিডিয়োগুলি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সে সব (যদিও সেই ছবি এবং ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রেস্তরাঁয় ঢুকছেন জ্যোতি। এক দল যুবক-যুবতীর সঙ্গে গল্প করতে করতে খোশমেজাজে খাবার খাচ্ছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। একটি পোস্টে দাবি করা হয়েছে, যে রেস্তরাঁয় বসে জ্যোতি খাচ্ছেন সেটি লাহৌরে। যদিও যাঁদের সঙ্গে তাঁকে গল্প করতে দেখা গিয়েছে, তাঁদের পরিচয় স্পষ্ট নয়।

একটি ছবিতে আবার দুই মহিলাকে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে দেখা গিয়েছে। দাবি উঠেছে, ওই দুই মহিলার মধ্যে এক জন জ্যোতি এবং অন্য জন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের কন্যা তথা পঞ্জাব প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মরিয়ম শরিফ। পাকিস্তান সফরে গিয়ে নাকি মরিয়মের সঙ্গে আলাপ হয়েছিল জ্যোতির।

দ্বিতীয় একটি ছবিতে দেখা গিয়েছে, এক তরুণীর সঙ্গে দাঁড়িয়ে আছেন জ্যোতি। হাসিমুখে পোজ় দিচ্ছেন। দাবি করা হয়েছে, ছবিটি পহেলগাঁওয়ে তোলা। পহেলগাঁও হত্যাকাণ্ডের কয়েক দিন আগেই নাকি সেখানে গিয়ে ওই ছবি তুলেছিলেন তিনি।

ভাইরাল সেই ভিডিয়ো এবং ছবিগুলি পোস্ট করা হয়েছে ‘নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই প্রশ্ন তুলেছেন সেগুলি দেখার পর।

উল্লেখ্য, জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ‘ট্রাভেল উইথ জো’। সেখানে মূলত ভ্রমণের ভিডিয়োই পোস্ট করতেন জ্যোতি। তদন্তকারীদের সূত্রে খবর, জ্যোতি প্রথম বার পাকিস্তান যান ২০২৩ সালে। ওই সময়ে নাকি নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে তাঁর পরিচয়। অভিযোগ, দানিশের মাধ্যমেই পাক গুপ্তচর সংস্থার একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল জ্যোতির।

Advertisement
আরও পড়ুন