Viral Video

হাঙরের পিঠে চেপে সমুদ্র ভ্রমণ! তরুণের কাণ্ড দেখে অবাক সমাজমাধ্যম

নৌকার সামনে দিয়ে একটি হাঙর চলে যেতে দেখলেন তিনি। তখন সমুদ্রে ঝাঁপ দিতে গিয়েও থেমে গেলেন তরুণ। সেখান থেকে উঠে নৌকার অন্য দিকে চলে যান তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৫:২০
Man hops on whale shark for fun, video went viral

ছবি: এক্স থেকে নেওয়া।

চারদিকে শুধু নীল আর নীল। মাঝসমুদ্রে একটি নৌকায় বন্ধুবান্ধবের সঙ্গে ভেসে চলেছেন এক তরুণ। নৌকার ধারে বসে রয়েছেন তিনি। নৌকার পাশ দিয়ে একটি বিশালাকার হাঙর ঘুরে বেড়াচ্ছিল। তা দেখেই হাঙরের পিঠে চেপে বসলেন তিনি। করলেন সমুদ্র ভ্রমণও। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছ়ড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘নেচার ইস অ্যামেজিং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, নৌকার ধারে বসে রয়েছেন তরুণ। মাঝসমুদ্রে নামার পরিকল্পনা করছেন তিনি। নৌকার সামনে দিয়ে একটি হাঙর চলে যেতে দেখলেন তিনি। তখন সমুদ্রে ঝাঁপ দিতে গিয়েও থেমে গেলেন তরুণ। সেখান থেকে উঠে নৌকার অন্য দিকে চলে যান তিনি। সেই সময় আরও একটি হাঙর দেখতে পান তরুণ। নৌকার কাছেই ছিল সে। হাঙর দেখা মাত্রই তার পিঠে লাফিয়ে পড়লেন তিনি। হাঙরটির পিঠে চেপে যেন সমুদ্র ভ্রমণ করছেন ওই তরুণ। হাঙরের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। নিজের মতো সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে সে। ভিডিয়োটি কোথাকার সে বিষয়ে কিছু জানা যায়নি। তরুণের নামপরিচয়ও জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে তরুণের জন্য শঙ্কা প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘তিনি অ্যাডভেঞ্চারের নামে যা করছেন তা অত্যন্ত বিপজ্জনক। প্রাণের ভয় নেই যেন।’’

Advertisement
আরও পড়ুন