Viral Video

দু’বছরের কন্যাকে নিয়ে ২০০ ফুট সেতু থেকে বাঞ্জি জাম্পিং, ভয়ে বাবার বুকে মুখ লুকোলো শিশু! ভিডিয়ো দেখে নিন্দার ঝড়

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘মাম্‌স লাউঞ্জ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৬:৪৯
Old Video of Malaysian man doing bungee jumping with two year old kid goes viral again

ছবি: ফেসবুক থেকে।

কোনও সুরক্ষা ছাড়াই দু’বছরের শিশুকন্যাকে কোলে নিয়ে ২০০ ফুট উঁচু সেতু থেকে বাঞ্জি জাম্পিং। মালয়েশিয়ার রিয়্যালিটি শোয়ের তারকার ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ল নেটপাড়ায়। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কী ভাবে শিশুকে কোলে নিয়ে অনেক উচ্চতায় থাকা একটি সেতু থেকে বাঞ্জি জাম্পিং করছেন মালয়েশিয়ান তারকা রেধা রোজ়লান। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ২০০ ফুট উঁচু একটি সেতুর ধারে দাঁড়িয়ে রয়েছেন রেধা। অনেক নীচ দিয়ে বয়ে চলেছে পাথুরে নদী। রেধার মাথায় হেলমেট। নিরাপত্তার কারণে শরীরে বাঁধা রয়েছে লম্বা ইলাস্টিকের দড়ি। অদ্ভুত বিষয় হল, কোলে বছর দু’য়েকের একটি শিশুকন্যাকে জাপটে ধরে রেখেছেন রেধা। নেটাগরিকদের দাবি, শিশুটি রেধার কন্যা। তবে শিশুটির আলাদা কোনও নিরাপত্তা নেই। এর পর সেতু থেকে কন্যাসন্তানকে কোলে নিয়েই বাঞ্জি জাম্পিং করতে দেখা যায় রিয়্যালিটি তারকাকে। ভয়ে বাবার কোলে মুখ লুকোতে দেখা গিয়েছে শিশুটিকে। হাড় হিম করা সেই দৃশ্যই প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, ভিডিয়োটি ২০১৮ সালের। সমাজমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে সেটি।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘মাম্‌স লাউঞ্জ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় উঠেছে। রেধাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়েছেন অনেকে। অনেকে মালয়েশিয়ার রিয়্যালিটি শোর তারকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘জঘন্য। নিরাপত্তা থাকুক বা না থাকুক, কোনও শিশুকেই এ ভাবে বাঞ্জি জাম্পিং করাতে নিয়ে যাওয়া উচিত হয়নি।’’

Advertisement
আরও পড়ুন