Uttar Pradesh

‘আর পরকীয়া করবি?’ প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে স্ত্রীর নাকে ‘রামকামড়’ দিলেন তরুণ! ছিঁড়ে নিলেন বধূর নাক

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরদইয়ের অতিরিক্ত পুলিশ সুপার নরেন্দ্র কুমার জানিয়েছেন, রামকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:৩৬
Man punishes wife after catching her red handed with lover in Uttar Pradesh

ছবি: সংগৃহীত।

প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিলেন। বাড়ি ফিরে যেতে অনুরোধও করেছিলেন। কিন্তু স্ত্রী রাজি না হওয়ায় রেগে গিয়ে ২৫ বছর বয়সি সহধর্মিণীর নাক কামড়ে ছিঁড়েই দিলেন এক যুবক। বুধবার উত্তরপ্রদেশের হরদই শহরে ঘটনাটি ঘটেছে। স্বামী নাকে কামড়ে দেওয়ার পর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় ওই বধূকে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই যুবকের নাম রাম খিলওয়ান। বুধবার স্ত্রীকে চুপি চুপি বাড়ি থেকে বেরোতে দেখে তাঁর পিছু নেন রাম। দেখেন, স্ত্রী গ্রামেরই এক যুবকের বাড়িতে ঢুকছেন। এর পর ওই বাড়িতে ঢুকে রাম বুঝতে পারেন গ্রামের ওই যুবকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। তাঁদের হাতেনাতে ধরে ফেলেন তিনি। উভয় পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। স্ত্রীকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন রাম। তরুণী রাজি না হওয়ায় রেগে গিয়ে তাঁর উপর চড়াও হন রাম। দাঁত দিয়ে স্ত্রীর নাক কামড়ে ধরেন তিনি। তরুণীর চিৎকার শুনে দৌড়ে আসেন স্থানীয়েরা। পুলিশেও খবর দেওয়া হয়।

খবর পেয়ে কিছু ক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছোয় হরিয়াওয়ান থানার পুলিশ। আটক করা হয় রামকে। আহত এবং রক্তাক্ত অবস্থায় তাঁর স্ত্রীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লখনউয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরদইয়ের অতিরিক্ত পুলিশ সুপার নরেন্দ্র কুমার জানিয়েছেন, রামকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন