Viral Video

ভারতীয়ের প্রেমে পাকিস্তানি তরুণী! মিলন হবে কত দিনে? কান্নাকাটি করে পোস্ট করলেন ভিডিয়ো

পাকিস্তানের ওই তরুণীর নাম আয়মেন সাজিদ। তিনি সমাজমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেন। তবে সম্প্রতি তিনি যে ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তা হইচই ফেলে দিয়েছে নেটাগরিকদের মধ্যে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৭:৫৬
Pakistani girl claims she fallen in love with Indian boy and cries, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

তিনি পাকিস্তানি। প্রেমে পড়েছেন এক ভারতীয়ের। মিলনের উপায় কী? এই নিয়েই কান্নাকাটি করে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করলেন এক তরুণী। পাক তরুণীর সেই ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঝড় তুলেছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

পাকিস্তানের ওই তরুণীর নাম আয়মেন সাজিদ। তিনি সমাজমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেন। তবে সম্প্রতি তিনি যে ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তা হইচই ফেলে দিয়েছে নেটাগরিকদের মধ্যে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, চিন্তিত মুখে একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন আয়মেন। নেপথ্যে হিন্দি গান বাজছে। হঠাৎই মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে ছাদেই বসে পড়েন। লুটিয়ে পড়েন মাটিতে। সেই ভিডিয়োর উপরে লেখা, ‘‘তুমি যখন ভালবাসার মানুষ খুঁজে পাও কিন্তু ভাগ্যচক্রে সে ভারতীয় আর তুমি পাকিস্তানি।’’ ভিডিয়োর ক্যাপশনে এই পরিস্থিতিতে তাঁর কী করণীয়, তা নিয়ে পরামর্শও চেয়েছেন। যদিও পাক তরুণী সত্যিই প্রেম-বিরহে কাতর না শুধুমাত্র ‘কন্টেন্ট’-এর খাতিরে ওই পোস্ট করেছেন, তা স্পষ্ট নয়।

গত ৪ নভেম্বর পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই ১১ লক্ষ বার দেখা হয়েছে। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে। হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকদের একাংশ আয়মেনের পরিস্থিতির জন্য সহানুভূতি জানালেও অপর অংশ মনে করছে, পুরোটাই ‘নাটক’। কেউ কেউ আবার তাঁকে ওয়াঘা সীমান্তে গিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করে আসার পরামর্শও দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন