viral video

দাম্পত্যকলহে নিজেকে শেষ করার সিদ্ধান্ত, উড়ালপুলে চড়লেন তরুণ! হিরোর মতো এসে প্রাণ বাঁচাল পুলিশ

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর এক যুবক উড়ালপুলে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। শামসাবাদের ইনার রিং রোডের উড়ালপুলে উঠে সেখান থেকে লাফ দেওয়ার চেষ্টা করতে থাকেন ওই তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৪:৫৩
Police saved a Young man climbed on the flyover

ছবি: সংগৃহীত।

স্ত্রীর সঙ্গে বিবাদ করে উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেওয়ার পরিকল্পনা করেছিলেন যুবক। রেলিংয়ের উপর চড়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। সেই দৃশ্য দেখে নীচে জড়ো হয়ে যান উৎসাহী জনতা। কেউ কেউ আবার ফোন বার করে ক্যামেরাবন্দি করতে শুরু করেন। অনেকেই তরুণকে উড়ালপুল থেকে নেমে আসার জন্য অনুরোধ জানাতে থাকেন। সেই অনুরোধে কান দেননি তরুণ। টান টান নাটকীয় পরিস্থিতিতে হাজির হন এক পুলিশকর্মী। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরার শামসাবাদের ইনার রিং রোডের উড়ালপুলে। মাত্র ১২ সেকেন্ডের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে তরুণ উড়ালপুলের উঁচু অংশ থেকে লাফ দিতে প্রস্তুত। নীচে দাঁড়িয়ে থাকা জনতার সাবধানবাণীতে কান দিতে রাজি নন তিনি। এই অবস্থায় আসরে হাজির হতে দেখা যায় এক পুলিশকর্মীকে। তিনি উড়ালপুলে উঠে তরুণের পিছনে দাঁড়িয়ে পড়েন। তরুণ লাফানোর চেষ্টা করতেই তৎপরতার সঙ্গে ওই পুলিশকর্মী তরুণকে পিছন থেকে জাপটে ধরেন। তাঁকে টেনে রেলিং থেকে নামিয়ে আনেন। প্রাণ বেঁচে যায় তরুণের। প্রতিবেদনে বলা হয়েছে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেই তিনি আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন।

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে রিপোস্ট করা ভিডিয়োটি দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা পুলিশকর্মীর তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন। ভিডিয়োটি পোস্ট করার পর থেকে কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে ভিডিয়োয়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘পুলিশের ভূমিকা ঠিক যেন দেবদূতের মতো। সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ করার জন্য তাঁকে ধন্যবাদ।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘সমস্যা যত বড়ই হোক না কেন, আত্মহত্যা করা ভুল!’’

Advertisement
আরও পড়ুন