ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সিনেমা দেখবেন অথচ পপকর্নের সুবাস আপনার মন ভোলাবে না তা কি হয়? কম দামে অফুরন্ত পপকর্ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এক প্রেক্ষাগৃহের তরফে। সেই সুযোগ হাতছাড়া করেননি দর্শকেরা। কেউ মাথায় বড় গামলা নিয়ে, কেউ আবার বালতি নিয়ে হাজির হলেন সিনেমাহলের পপকর্নের কাউন্টারের সামনে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ডায়লগপাকিস্তান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাথায় বড় ড্রাম বসিয়ে সিনেমাহলের ভিতর ঢুকছেন এক তরুণ। সোজা পপকর্নের কাউন্টারের দিকে যাচ্ছেন তিনি। তিনি একাই নন, কাউন্টারের সামনে পড়েছে লম্বা লাইন। কারও হাতে বালতি। কারও হাতে রান্নার পাত্র। কম দামে অফুরন্ত পপকর্ন পাওয়া যাবে বলে কাউন্টারের সামনে ভিড় জমিয়েছেন সকলে। ঘটনাটি সৌদি আরবের একটি প্রেক্ষাগৃহে ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩০ রিয়াল (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬৯৪ টাকা) খরচ করলেই পপকর্নের সেই কাউন্টার থেকে পাওয়া যাবে অফুরন্ত পপকর্ন। এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে লোকজনের ভিড় জমে যায়। সুযোগের সদ্ব্যবহার করতে অনেকেই বড় পাত্র নিয়ে পৌঁছে যান পপকর্নের কাউন্টারের সামনে। তাতে অবশ্য রেগে যাননি কাউন্টারের কর্মীরা। সকলকে তাঁদের চাহিদামতোই পপকর্ন দেন কর্মীরা। ভিডিয়োটি দেখে এক জন লিখেছেন, ‘‘এত পপকর্ন যে নিয়ে যাচ্ছেন, আদৌ তা শেষ করতে পারবেন?’’