Bizarre

ঊর্ধ্বতনের দুর্ব্যবহার! ‘টয়লেট পেপার’-এ ইস্তফাপত্র লিখে চাকরি ছাড়লেন তরুণ

টয়লেট পেপারের উপর ইংরেজি হরফে সেই তরুণের চাকরি ছাড়ার কারণ স্পষ্ট করে লেখা রয়েছে। সেই কাগজে লেখা রয়েছে, ‘‘ইস্তফাপত্র লেখার জন্য আমি এই কাগজটিই বেছে নিয়েছি। সংস্থার তরফে আমার সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে, এই কাগজটি তার চিহ্ন বহন করে। আমি চাকরি ছাড়ছি।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১০:১৫

—প্রতীকী ছবি।

দীর্ঘ দিন ধরে চাকরি করছিলেন তরুণ। কিন্তু মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। দিনের পর দিন অফিসের ঊর্ধ্বতন কর্মীদের দুর্ব্যবহার সহ্য করতে পারছিলেন না তিনি। তাই চাকরি থেকে ইস্তফা দেন তরুণ। তবে সংস্থার নিয়ম মেনে ইমেলের মাধ্যমে নয়। তরুণ তাঁর ইস্তফাপত্র দিলেন হাতে লিখে। সাদা কাগজে নয়। ‘টয়লেট পেপার’-এর উপর চাকরি ছাড়ার কারণ লিখে তা-ই ইস্তফাপত্র হিসাবে জমা দিলেন তরুণ।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি সিঙ্গাপুরের একটি বেসরকারি ফার্মে ঘটেছে। সেই সংস্থার এক উচ্চপদস্থ কর্মী সেই ‘বিশেষ’ ইস্তফাপত্রের ছবি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) তুলে লিঙ্কডইনের পাতায় পোস্ট করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে যে, টয়লেট পেপারের উপর ইংরেজি হরফে সেই তরুণের চাকরি ছাড়ার কারণ স্পষ্ট করে লেখা রয়েছে। সেই কাগজে লেখা রয়েছে, ‘‘ইস্তফাপত্র লেখার জন্য আমি এই কাগজটিই বেছে নিয়েছি। সংস্থার তরফে আমার সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে, এই কাগজটি তার চিহ্ন বহন করে। আমি চাকরি ছাড়ছি।’’

ছবিটি পোস্ট করে তরুণী লিখে জানান, তাঁর সংস্থার এক তরুণ কর্মী এমন পদক্ষেপ করেছেন। চাকরি ছাড়ার সময় সেই তরুণ বলেছেন, ‘‘আমাকে টয়লেট পেপারের মতো সংস্থা ব্যবহার করেছে। প্রয়োজনের সময় কাজে লাগিয়েছে। তার পর ছুড়ে ফেলে দিয়েছে।’’ তরুণী লিখেছেন, ‘‘ওঁর বলা কথাগুলো এখনও আমার কানে বেজে চলেছে। সংস্থার প্রতিটি কর্মীর সঙ্গে ভাল ব্যবহার করা প্রয়োজন। যদি তাঁরা কখনও চাকরি ছেড়েও যান তা হলে যেন সংস্থার প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা তাঁদের মনে থাকে। এর ফলে সংস্থার ঐতিহ্য সম্পর্কে একটা ধারণা তৈরি হয়।’’

টয়লেট পেপারে লেখা ইস্তফাপত্র।

টয়লেট পেপারে লেখা ইস্তফাপত্র। ছবি: সংগৃহীত।

এই ছবিটি দেখে তরুণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। কেউ কেউ আবার সেই তরুণের সাহসের প্রশংসা করেছেন। এক জন লিখেছেন, ‘‘আপনার সত্যিই বড় সাহস যে এমন পদক্ষেপ করতে পারলেন। না হলে সংস্থার তরফে যতই খারাপ আচরণ করা হোক না কেন, সেগুলো নিয়ে কেউ প্রতিবাদ করতে চান না। আপনি যোগ্য জবাব দিয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন