Viral Video

সম্প্রচার চলাকালীন ইরানের সরকারি চ্যানেলের স্টুডিয়োয় রকেট হামলা! পালালেন সঞ্চালিকা, ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল

চ্যানেলের স্টুডিয়োয় বসে সরাসরি অনুষ্ঠানের সম্প্রচার করছিলেন সঞ্চালিকা। হঠাৎ চারদিক কেঁপে ওঠে। স্টুডিয়ো ভরে যায় ধুলোয়। অনুষ্ঠান মাঝপথে ছেড়ে পালিয়ে যান তরুণী সঞ্চালিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১১:১৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরাসরি অনুষ্ঠানের সম্প্রচার করছিলেন তরুণী সঞ্চালিকা। তেহরানের বাসিন্দাদের যে নিরাপদ জায়গায় সরে যাওয়ায় নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে ‘লাইভ শো’য়ে কথা বলছিলেন তিনি। হঠাৎ স্টুডিয়োর চারদিক কেঁপে ওঠে। ভরে যায় ধুলোয়। সঞ্চালিকার পিছনে টাঙানো পর্দাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সঞ্চালিকাকেও ভয়ে নিজের আসন ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়।

Advertisement

কিছু ক্ষণ পরেই আগেকার রেকর্ড করা একটি অনুষ্ঠান চালু হয়ে যায় চ্যানেলে। সেই সময় যাঁরা সেই চ্যানেলে খবর দেখছিলেন, তাঁদের অনেকেই এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে শুরু করে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ক্ল্যাশ রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, খবরের চ্যানেলে এক তরুণী সঞ্চালিকা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করছিলেন। সেই সময় স্টুডিয়োয় টাঙানো পর্দা হঠাৎ বন্ধ হয়ে যায়। স্ক্রিনটি কেঁপে উঠে চারদিক ধুলো আর ধোঁয়ায় ভরে যায়। সঞ্চালিকাও আসন ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ইরানের সরকারি চ্যানেলের স্টুডিয়োয় হামলা করেছে ইজ়রায়েল। ইজ়রায়েলি সেনার ছোড়া রকেট এসে পড়ে সেই স্টুডিয়োয়। সেই সময় তেহরানের ওই চ্যানেলের স্টুডিয়োয় ‘লাইভ’ অনুষ্ঠান চলছিল।

আচমকা সেই হামলার কারণে অনুষ্ঠান ছেড়ে চলে যান সঞ্চালিকা। জানা গিয়েছে, তেহরানের যে এলাকায় স্টুডিয়োটি ছিল, ঘণ্টাখানেক আগে সেই অঞ্চলগুলি ছেড়ে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছিল।

গত শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। প্রত্যাঘাত করেছিল ইরানও। তার পর থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের আবহে সমগ্র পশ্চিম এশিয়ায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ইজ়রায়েলের দাবি, তাদের সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ইরান। ইজ়রায়েলও হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইরানের। সামরিক সংঘাত এখনও দুই দেশের মধ্যেই সীমিত রয়েছে। তবে পশ্চিম এশিয়ায় অন্যত্রও এই সংঘর্ষের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়ানো যাচ্ছে না।

Advertisement
আরও পড়ুন