Viral Video

কাজ করেও টাকা পাননি, রেগে নিজেদের তৈরি ফল্‌স সিলিং হাতুড়ি দিয়ে ভেঙেই ফেললেন শ্রমিকেরা! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কাঠের সিঁড়িতে উঠে একটি বাড়ির ফল্‌স সিলিং ভাঙছেন এক তরুণ শ্রমিক। তাঁর হাতে হাতুড়ি। নাগাড়ে সেই সিলিংয়ে হাতুড়ির ঘা বসাচ্ছেন তিনি। নীচে আরও কয়েক জন শ্রমিক দাঁড়িয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৬:০৯
Video claims worker breaking false ceiling after not getting paid for work

ছবি: এক্স থেকে নেওয়া।

ফল্‌স সিলিং তৈরি করেও জোটেনি উপযুক্ত পারিশ্রমিক। বার বার টাকা চাওয়ার পরেও মিলেছে কেবল বঞ্চনা। রেগে গিয়ে শেষমেশ নিজেদের হাতে গড়া ওই সিলিং হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে ভেঙেই দিল শ্রমিকের দল। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাঠের সিঁড়িতে উঠে একটি বাড়ির ফল্‌স সিলিং ভাঙছেন এক তরুণ শ্রমিক। তাঁর হাতে হাতুড়ি। নাগাড়ে সেই সিলিংয়ে হাতুড়ির ঘা বসাচ্ছেন তিনি। নীচে আরও কয়েক জন শ্রমিক দাঁড়িয়ে। তরুণকে সিলিং ভাঙার জন্য উৎসাহ জোগাচ্ছেন তাঁরা। ওই শ্রমিকদের মধ্যে এক জনকে বলতে শোনা গিয়েছে, কাজ করেও টাকা পাননি। আর সে কারণেই আক্রোশের বশে ফল্‌স সিলিং তাঁরা ভাঙছেন। এক শ্রমিককে বলতে শোনা যায়, ‘‘ওদের কাছে টাকা চাইলেও পাওয়া যাবে না। অসহ্য লাগছে। পুরো সিলিং ভেঙে ফেলো।’’ সেই ভি়ডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ১৪ সেকেন্ডের সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘শাবাশ! একদম ঠিক কাজ করেছেন। পরিশ্রমের টাকা সকলেরই প্রাপ্য।’’

Advertisement
আরও পড়ুন