নৈনিতালের থানায় ঢুকে পড়ল চিতাবাঘ। ছবি: এক্স থেকে নেওয়া।
রাতের অন্ধকারে থানার মধ্যে ঢুকে পড়ল ভয়ঙ্কর চিতাবাঘ! টেনে নিয়ে গেল পুলিশের পোষা কুকুরকে। কুকুরটি লড়াই করার চেষ্টা করলেও বিশেষ লাভ হল না। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালে। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ নভেম্বর মধ্যরাতে নৈনিতাল জেলার বেতালঘাটে ঘটনাটি ঘটে। বেতালঘাট থানার মূল ফটক খোলা পেয়ে চুপি চুপি থানার ভিতরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। থানার দরজার সামনে পাহারা দিচ্ছিল পুলিশের পোষা একটি কুকুর। চিতাবাঘটিকে দেখে চিৎকার শুরু করে সে। কিন্তু কুকুরটিকে চিৎকারের বিশেষ সুযোগ দেয়নি হিংস্র চিতাবাঘ। বিদ্যুৎগতিতে দৌড়ে গিয়ে থানার অন্দর থেকে কুকুরটির ঘাড় কামড়ে টেনে নিয়ে যায় ভয়ঙ্কর প্রাণীটি। লড়াই করার চেষ্টা করলেও চিতাবাঘের সঙ্গে পেরে ওঠেনি কুকুরটি। পুরো ঘটনাটি থানার ভিতরের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেষমেশ চিতাবাঘের চোয়াল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছিল কুকুরটি। বর্তমানে সেটি চিকিৎসাধীন বলেও খবর।
কুকুর এবং চিতাবাঘের ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সচিন গুপ্ত নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই জন্যই বলে চিতাবাঘ খুব বিপজ্জনক প্রাণী। এখন কুকুরটি কেমন আছে কে জানে।’’