viral video

বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ‘ফুর্তি’ করতে মোটেলে ঢুকল সরীসৃপ! ৬ ফুটের অ্যালিগেটর দেখে আতঙ্কে দিশেহারা অতিথিরা

চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পথে মালিকের নজর এড়িয়ে কুমির ঢুকে পড়ে একটি মোটেলে। সিসিটিভি ফুটেজ দেখে নিরাপত্তা আধিকারিকেরা কুমিরটিকে দেখতে পান। দেখা যায় বারান্দায় এক কোণে উঠে এসেছে সরীসৃপটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৬:১৩
alligator spotted outside Virginia motel

ছবি: সংগৃহীত।

মালিকের নজর এড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে মোটেলে আতিথ্য নিতে চার পায়ে গুটিগুটি এসে হাজির হল বিশাল এক অ্যালিগেটর। অনাহূত অতিথিকে দেখে আঁতকে উঠলেন কর্মী ও অতিথিরা। ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির একটি মোটেলে। মোটেলের মূল প্রবেশপথ দিয়ে ঢুকে বিভিন্ন ঘরের সামনে অ্যালিগেটরটির ঘুরে বেড়ানোর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ১৬ জুনের। সমাজমাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রবেশপথে বাধা না পেয়ে রাতের অন্ধকারে মোটেলে আশ্রয় নেয় অ্যালিগেটরটি। সেই ভিডিয়ো দেখে মোটেলের নিরাপত্তাকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। বাইরে বেরিয়ে টর্চের আলো ফেলতেই দেখা যায় বারান্দায় এক কোণে উঠে এসেছে সরীসৃপটি। নিরাপত্তা আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন অ্যালিগেটরটি লম্বায় ৬ ফুট। ‘দ্য নিউ ইয়র্ক টাইমসে’র প্রতিবেদন অনুসারে, অ্যালিগেটরটিকে নিউ ইয়র্ক থেকে উত্তর ক্যারোলিনার একটি চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে বিশ্রাম নেওয়ার জন্য গাড়ি থামানো হয়। মালিকের মনোযোগ সামান্য সরতেই অ্যালিগেটরটি গাড়ি থেকে নেমে চম্পট দেয়। প্রাণীটি ভার্জিনিয়ার মোটেলে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। অ্যালিগেটর ঢুকে পড়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েন হোটেলের অতিথিরা। এক জনকে বলতে শোনা যায়, ‘‘আমার সঙ্গে পোষ্য রয়েছে, আমি কী করব এখন?’’

ভিডিয়োটি ফেয়ারফ্যাক্স কান্ট্রি পুলিশের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই কয়েক হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। পাঁচশোর বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োটিতে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘অতিথির খাতিরযত্ন করা হোক, কিন্তু একটি টাকাও পাওয়ার আশা করবেন না।’’ তবে অ্যালিগেটরটি কারও কোনও ক্ষতি করেনি। পরে সেটিকে উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
আরও পড়ুন