viral video

গরবার অনুষ্ঠানে ‘অনাহুত অতিথি’কে তাড়াতে এল ‘স্পাইডারম্যান’! শিংয়ের গুঁতোর ভয়ে বাঁশে চড়ল ‘সুপারহিরো’

সাদা রঙের মাঝারি আকৃতির গরু পথ ভুলে গরবা নাচের মণ্ডপে ঢুকে পড়েছিল। ফলে গরবা নাচে অংশ নেওয়া লোকজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১১:২৯

ছবি: সংগৃহীত।

নবরাত্রির বিশেষ অনুষ্ঠান চলছিল। গরবা নাচের জন্য জড়ো হওয়া জনতার উপর হামলা চালাল একটি গরু। মাঠের মধ্যে বিশাল মণ্ডপের মধ্যে হঠাৎ করে তাণ্ডব চালাতে শুরু করে সাদা রঙের মাঝারি আকৃতির গরুটি। প্যান্ডেলে ঢুকে পড়ে এবং উপস্থিত সকলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। আর সেই গরুকে তাড়াতে আসরে নামে ‘স্পাইডারম্যান’! ঘটনাটি কোথায় ও কবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। সেই ঘটনারই একটি মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গরুটি পথ ভুলে গরবা নাচের মণ্ডপে ঢুকে পড়েছিল। এলোমেলো দৌড়োতে শুরু করে প্রাণীটি। ফলে গরবা নাচে অংশ নেওয়া লোকজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মাঠের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় ধরা পড়েছে স্পাইডারম্যানের পোশাক পরা একজন স্থানীয় লোক গরুটিকে মণ্ডপ থেকে বার করার চেষ্টা করছেন। এই বিশৃঙ্খলার মধ্যেই ওই ব্যক্তি গরুটিকে নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে আসেন। তবে, পরিস্থিতি হাস্যকর মোড় নেয় যখন গরুটিই তাঁর পিছনে তাড়া করতে দৌড়োয়। গরুর তাড়া খেয়ে ‘সুপারহিরো’ও পালিয়ে যেতে বাধ্য হন। সেই দৃশ্য দেখে হাসির ঝড় উঠেছে সমাজমাধ্যমে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। বহু নেটাগরিক ভিডিয়োটি লাইক, শেয়ার করেছেন। স্পাইডারম্যানের পোশাক পরা ব্যক্তির আচরণ নিয়ে প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে ভিডিয়োয়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘স্পাইডারম্যানও অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেনি।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কখনও কখনও স্পাইডারম্যানেরও সাহায্যের প্রয়োজন।’’

Advertisement
আরও পড়ুন