Viral Video

চিতাবাঘকে ঘিরে ধরেছে বুনো শুয়োরের দল, গাছ থেকে ক্ষিপ্রগতিতে ঝাঁপিয়ে টুঁটি ধরে শিকার করল হিংস্র শ্বাপদ

ভিডিয়োয় দেখা গিয়েছে একটি চিতাবাঘকে কোণঠাসা করার চেষ্টা করছে একপাল বুনো শুয়োর। গাছের উপরে চড়ে রয়েছে শিকারি চিতাবাঘটি। ওই অবস্থাতেই একটি শুয়োরকে ঠিক কব্জা করে আবার গাছের উঁচু ডালে উঠে পড়ে চিতাবাঘটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১০:১৪

ছবি: সংগৃহীত।

শিকারি যে পরিস্থিতিতেই পড়ুক না কেন তার শিকারি সত্তা ঠিকই বেরিয়ে আসে। আর সেই শিকারি যদি হয় চিতাবাঘের মতো ক্ষিপ্র প্রাণী, তা হলে তো কথাই নেই। প্রতিকূল অবস্থার মধ্যে পড়েও নিজের খাবার জোগাড় করে নিতে ওস্তাদ এই শিকারি শ্বাপদটি। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি চিতাবাঘকে কোণঠাসা করার চেষ্টা করছে একপাল বুনো শুয়োর। গাছের উপরে চড়ে রয়েছে শিকারি। ওই অবস্থাতেই একটি শুয়োরকে ঠিক কব্জা করে আবার গাছের উঁচু ডালে উঠে পড়ে চিতাবাঘটি। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ভিডিয়ো কবে বা কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যায়নি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গাছের ডালে উঠে রয়েছে একটি চিতাবাঘ। নীচে একদল বুনো শুয়োর গাছটিকে ঘিরে রয়েছে। একটি শুয়োর চিতাবাঘটিকে আক্রমণ করার চেষ্টাও করে। গাছ বেয়ে উঠে পড়ার চেষ্টা করতে থাকে সেটি। এর পর চিতাবাঘটি যা করল তা দেখে হতচকিত হয়ে যায় দর্শক। প্রথমে মনে হয়েছিল বুনো শুয়োরের দলকে ভয় পেয়ে গাছের ডালে চড়ে বসেছে সে। কিন্তু দেখা যায়, দ্রুত ও সুপরিকল্পিত পদক্ষেপে চিতাবাঘটি গাছ থেকে লাফিয়ে পড়ে। নিখুঁত ভাবে একটি শুয়োরের উপর ঝাঁপিয়ে পড়ে। বিদ্যুৎগতিতে শিকারকে শক্ত চোয়ালে কামড়ে ধরে মগডালে উঠে পড়ে।

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা ঝড়ের গতিতে নজর কেড়েছে সমাজমাধ্যমে। এখনও পর্যন্ত ভিডিয়োটি ৭০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকেরা প্রচুর মজার মজার মন্তব্য করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘চিতাবাঘ একাই একশো।’’

Advertisement
আরও পড়ুন