viral video

মেরুভালুককে ভয় দেখানোর চেষ্টা, বন্দুকের তোয়াক্কা না করে তেড়ে এল হিংস্র প্রাণী! কী ঘটল তার পর?

বরফে মো়ড়া এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভালুকটি। বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখেই দৌড়তে শুরু করে সে। ভালুকটিকে তেড়ে আসতে দেখে ওই ব্যক্তি প্রথমে হকচকিয়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৩:৩৫
man narrowly escaped an aggressive polar bear attack

ছবি: সংগৃহীত।

আবাসিক এলাকায় ঢুকে পড়েছিল বি‌শাল মেরুভালুক। তাকে ভয় দেখানোর জন্য বন্দুক নিয়ে ভয় দেখাতে গিয়েছিলেন এক ব্যক্তি। বন্দুক দেখে ভয় তো পায়ইনি উল্টে তাড়া করতে শুরু করে শ্বেতভালুকটি। ভালুকটিকে তেড়ে আসতে দেখে ভয়ে দৌড় দিলেন ওই ব্যক্তি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়ো দেখে হতবাক হয়েছেন অনেকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বরফে মো়ড়া এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভালুকটি। বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখেই দৌড়তে শুরু করে ভালুকটি। ভালুকটিকে তেড়ে আসতে দেখে ওই ব্যক্তি প্রথমে হকচকিয়ে যান। তার পর ভালুকটি দৌড়ের গতি বৃদ্ধি করতে থাকায় বন্দুকধারী ব্যক্তিও পিঠটান দেন। ভালুকের ভয়ে বন্দুক ফেলে রেখে বরফের উপর দিয়ে পালানোর চেষ্টা করতে থাকেন। ভাগ্য ভাল থাকায় সামনে একটি আইসস্কুটার থাকায় তাতে চড়ে চম্পট দেন তিনি। ভালুকটি শিকার হাতছাড়া হওয়ায় থমকে দাঁড়িয়ে পড়ে সে দিকে তাকিয়ে থাকে। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি উত্তর মেরুর একটি প্রত্যন্ত এলাকার পিরামিডেন গ্রামে ঘটেছে। গ্রামবাসীরা ভালুকটিকে ভয় পাওয়ানোর চেষ্টা করতেই সেটি আক্রমণাত্মক হয়ে ওঠে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি কবে ঘটেছিল সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ‘দিস নরওয়ে গাই’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ৬০ হাজারের বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োয়।

Advertisement
আরও পড়ুন