CBSE Mandatory Public Disclosure Norms 2026

স্কুল সম্পর্কিত সব তথ্য জানাতে সকলকে, না হলেই কড়া পদক্ষেপে! ঘোষণা সিবিএসই-র

বোর্ডের নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি স্কুলের একটি নিজস্ব আপডেটেড ওয়েবসাইট থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:৩১
CBSE

সিবিএসই। ছবি: সংগৃহীত।

স্কুল সম্পর্কিত প্রয়োজনীয় নথি এ বার আপলোড করতে হবে অনলাইনে, নির্দেশিকা জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। একই সঙ্গে জানানো হয়েছে, প্রয়োজনীয় নথি জমা না দিলে বোর্ডের স্বীকৃতির বিধি অমান্য করা হচ্ছে বলে গণ্য করা হবে। সে ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Advertisement

বোর্ডের নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি স্কুলের একটি নিজস্ব আপডেটেড ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইটে স্কুলের বেতন কাঠামো, বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার, স্কুল পরিচালনা কমিটির সদস্যদের তালিকা, ছাত্র-শিক্ষক অনুপাত সম্পর্কিত তথ্য প্রকাশ করতে হবে। জনসমক্ষে আনতে হবে, নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা, স্কুলের পরিকাঠামো, গত তিন বছরে দশম এবং দ্বাদশে পড়ুয়াদের ফলাফল, পাশের হার সম্পর্কিত সমস্ত তথ্য।

বোর্ড জানিয়েছে, স্কুলের ওয়েবসাইটে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, অধ্যক্ষদের যোগ্যতা এবং গুণাবলি, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, পিজিটি (স্নাতকোত্তর শিক্ষক), প্রশিক্ষিত শিক্ষক (পিআরটি), প্রাথমিক শিক্ষক, স্পেশ্যাল এডুকেটর, কাউন্সেলর, ‘ওয়েলনেস’-এর শিক্ষকদের তথ্যও আপলোড করতে হবে। এ ছাড়াও ওয়েবসাইটে আপলোড করতে হবে স্কুলের অনুমোদন সংক্রান্ত নথি, ট্রাস্ট বা সোসাইটির রেজিস্ট্রেশনের শংসাপত্র, জেলা শিক্ষা আধিকারিকের শংসাপত্র-সহ বাকি প্রয়োজনীয় নথিও।

প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, বোর্ডের সমস্ত বিধি মেনে স্কুল পরিচালনা করা হচ্ছে কি না, স্বচ্ছতা বজায় থাকছে কি না— তা খতিয়ে দেখার জন্যই এই নিয়ম চালু করা হচ্ছে। এতে অভিভাবকদেরও স্কুলে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই স্কুলের ওয়েবসাইটে আপলোড করতে হবে সমস্ত নথি। নথিতে কোনও ভুল থাকলে বা নথি জমা দিতে দেরি ফলে বোর্ডের স্বীকৃতির নিয়মবিধি লঙ্ঘন করা হচ্ছে বলেই ধরা হবে। একইসঙ্গে কড়া পদক্ষেপও করা হবে স্কুলগুলির বিরূদ্ধে।

Advertisement
আরও পড়ুন